একই দিনে
বড় তারকা, বয়সও বেশি। ছোট তারকা, বয়সও কম।
এ কারণেই কিনা, ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন বড় কেক, নেইমার ছোট! এ সময়ের
অন্যতম সেরা এই দুই ফুটবল তারকারই জন্মদিন একই তারিখে—৫ ফেব্রুয়ারি।
সেদিন এভাবেই কেক কেটে জন্মদিন পালন করলেন রোনালদো ও নেইমার। রোনালদো
ছিলেন নিজের দেশে, নেইমার ইংল্যান্ডে। মজার ব্যাপার হলো, ওই দিনটা সিজার
মালদিনি, গিওর্গি হ্যাজির মতো সাবেক এবং কার্লোস তেভেজের মতো বর্তমান
তারকারও জন্মদিন ওয়েবসাইট
No comments