আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার
রাজধানীর ফুলবাড়িয়ার একটি আবাসিক হোটেলের
কক্ষ থেকে গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক
তরুণীর লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বংশাল
থানা সূত্র জানায়, গত মঙ্গলবার দুই তরুণ-তরুণী নিজেদের স্বামী-স্ত্রী
পরিচয় দিয়ে ফুলবাড়িয়ার নিউ শুভেচ্ছা আবাসিক হোটেলের ৩৪৫ নম্বর কক্ষে ওঠেন।
তাঁরা নিজেদের নাম বলেন রাজীব ও বৃষ্টি। ওই দিন রাত ১২টার দিকে হোটেলের
কর্মীরা কক্ষটিতে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করলেও শব্দ পাননি।
ঘটনাটি বংশাল থানায় জানালে পুলিশ গিয়ে তালা ভেঙে ওই কক্ষের খাটের ওপর থেকে
ওই তরুণীর লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ
মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাঁকে শনাক্ত করতে গতকাল বুধবার রাত পর্যন্ত
কেউ মর্গে আসেনি।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বলেন, বৃষ্টি ও রাজীব তাঁদের প্রকৃত নাম নয় বলে মনে হচ্ছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বলেন, বৃষ্টি ও রাজীব তাঁদের প্রকৃত নাম নয় বলে মনে হচ্ছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।
No comments