কাদরির বিরুদ্ধে সমন
রাজনৈতিক আশ্রয় নেওয়ার শর্ত ভঙ্গের অভিযোগ এনে তাহিরুল কাদরির বিরুদ্ধে গতকাল শুক্রবার সমন জারি করেছে কানাডা কর্তৃপক্ষ। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে শর্ত ভঙ্গের কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাকিস্তানের এঙ্প্রেস ট্রিবিউন পত্রিকা এ কথা জানিয়েছে।
কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৮ সালে রাজনৈতিক আশ্রয় চাওয়ার সময় কাদরি তাদের জানিয়েছিলেন, তাঁকে পাকিস্তানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ড্যানিশ একটি পত্রিকায় মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্টের সঙ্গে দেখা করায় কাদরিকে হত্যার হুমকি দেওয়া হয়। তাঁর আইনজীবী মেনদেল গ্রিন জানিয়েছিলেন, তেহরিক-ই-তালেবান (টিটিপি), সিপাহ-ই-সাহাবা ও লস্কর-ই-জাংভি (এলইজে) কাদরিকে হত্যার হুমকি দিচ্ছে। এমন অবস্থায় তাঁর পক্ষে দেশে থাকা সম্ভব নয়। এরই পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে তাঁকে আশ্রয় দেয় কানাডা।
তবে বর্তমানে কাদরি পাকিস্তানে অবস্থান করছেন। গত মাসে তিনি পাকিস্তানে ফেরেন। দেশে ফিরেই সরকারের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেন। সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিনি পাঁচ দিনব্যাপী লংমার্চও করেন।
প্রসঙ্গত, তেহরিক-ই-মিনহাজ-উল-কোরআনের (টিএমকিউ) প্রধান কাদরির আগামী ২৭ জানুয়ারি সপরিবারে কানাডায় ফিরে যাওয়ার কথা রয়েছে। সূত্র : এঙ্প্রেস ট্রিবিউন।
তবে বর্তমানে কাদরি পাকিস্তানে অবস্থান করছেন। গত মাসে তিনি পাকিস্তানে ফেরেন। দেশে ফিরেই সরকারের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেন। সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিনি পাঁচ দিনব্যাপী লংমার্চও করেন।
প্রসঙ্গত, তেহরিক-ই-মিনহাজ-উল-কোরআনের (টিএমকিউ) প্রধান কাদরির আগামী ২৭ জানুয়ারি সপরিবারে কানাডায় ফিরে যাওয়ার কথা রয়েছে। সূত্র : এঙ্প্রেস ট্রিবিউন।
No comments