তথ্য সত্য
কথিত আছে, ইথিওপিয়ান মেষপালকেরা প্রথম কফির মর্ম বুঝতে পারেন। তাঁরা খেয়াল করেছিলেন, কফির বিচি খাওয়ার পর মেষগুলো লাফালাফি শুরু করে দিত।
১৬৭৫ সালে যুক্তরাজ্যের রাজা কফি হাউস নিষিদ্ধ করেন। বিশ্বাস করতেন, কফি হাউসগুলোয় লোকজন এসে তাঁর বিরুদ্ধে ঘোঁট পাকায়।
কফিগাছ বাড়তে পারে ৩০ ফুট পর্যন্ত। সংগ্রহের সুবিধার জন্য ১০ ফুটের বেশি বাড়তে দেওয়া হয় না।
আফ্রিকার আদিবাসীরা কফির বিচির সঙ্গে চর্বি মিশিয়ে ‘এনার্জি বল’ তৈরি করে খেতেন।
কফিগাছ বাড়তে পারে ৩০ ফুট পর্যন্ত। সংগ্রহের সুবিধার জন্য ১০ ফুটের বেশি বাড়তে দেওয়া হয় না।
আফ্রিকার আদিবাসীরা কফির বিচির সঙ্গে চর্বি মিশিয়ে ‘এনার্জি বল’ তৈরি করে খেতেন।
No comments