আলোচনা সভায় বক্তারা- অমল সেন-প্রদর্শিত পথই নিপীড়িত শ্রেণীর আলোকবর্তিকা
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের সংগঠক কমরেড অমল সেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে যশোর-নড়াইল সীমান্ত গ্রাম বাকড়ীতে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, অমল সেন-প্র্রদর্শিত পথই নিপীড়িত শ্রেণীর আলোকবর্তিকা।
তাঁরা অমল সেনকে এ দেশের কমিউনিস্টদের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে অভিহিত করেন।
বৃহস্পতিবার সকালে অমল সেনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমরেড অমল সেন সঞ্চৃতিরক্ষা পরিষদ আয়োজিত দুই দিনের অনুষ্ঠান শুরু হয়। পরে অমল সেনের উদ্দেশে লাল-পতাকাসহ গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেলে বাকড়ী স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা হয়। ইকবাল কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক আনিচুর রহমান মল্লিক, জাসদ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, পংকজ ভট্টাচার্য, আনু মুহমঞ্চদ, নজরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস প্রমুখ।
রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে আমরা সামপ্রদায়িকতাকে কবর দিয়েছিলাম। শাসক-শোষকগোষ্ঠী সেই অর্জনকে জনতার হাত থেকে কেড়ে নিয়েছে।
সভার শুরুতে নিহত সাংবাদিক মানিক সাহার সঞ্চৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অমল সেন সঞ্চরণ মেলা উপলক্ষে বাকড়ী স্কুলের পাশে বিশাল খোলা প্রান্তরে পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্কুলের কক্ষে চলছে চিত্রপ্রদর্শনী। এ ছাড়া অমল সেনের ব্যবহূত জিনিসপত্রের প্রদর্শনী চলছে স্কুলের আরেকটি কক্ষে।
গতকাল শুক্রবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের অনুষ্ঠান শেষ হয়।
বৃহস্পতিবার সকালে অমল সেনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমরেড অমল সেন সঞ্চৃতিরক্ষা পরিষদ আয়োজিত দুই দিনের অনুষ্ঠান শুরু হয়। পরে অমল সেনের উদ্দেশে লাল-পতাকাসহ গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেলে বাকড়ী স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা হয়। ইকবাল কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক আনিচুর রহমান মল্লিক, জাসদ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, পংকজ ভট্টাচার্য, আনু মুহমঞ্চদ, নজরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস প্রমুখ।
রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে আমরা সামপ্রদায়িকতাকে কবর দিয়েছিলাম। শাসক-শোষকগোষ্ঠী সেই অর্জনকে জনতার হাত থেকে কেড়ে নিয়েছে।
সভার শুরুতে নিহত সাংবাদিক মানিক সাহার সঞ্চৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অমল সেন সঞ্চরণ মেলা উপলক্ষে বাকড়ী স্কুলের পাশে বিশাল খোলা প্রান্তরে পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্কুলের কক্ষে চলছে চিত্রপ্রদর্শনী। এ ছাড়া অমল সেনের ব্যবহূত জিনিসপত্রের প্রদর্শনী চলছে স্কুলের আরেকটি কক্ষে।
গতকাল শুক্রবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের অনুষ্ঠান শেষ হয়।
No comments