রাজতন্ত্র অবমাননা-লাল শার্ট সমর্থকের দুই বছরের কারাদণ্ড
থাইল্যান্ডের একটি আদালত ২০১০ সালের লাল শার্ট আন্দোলনে অংশ নেওয়া এক কৌতুক অভিনেতাকে রাজতন্ত্রের প্রতি অবমাননাসূচক মন্তব্য করায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই সমর্থকের নাম ইয়োসাওয়ারিস চুকলম (৫৪)। গত বৃহস্পতিবার আদালত এ রায় দেন।
২০১০ সালে গণবিক্ষোভের সময় এক ভাষণে চুকলম থাই রাজতন্ত্রকে লক্ষ করে অবমাননাকর মন্তব্য করেন। মঞ্চে চুকলমকে থাইল্যান্ডের কঠোর রাজদ্রোহ আইনের আওতায় এনে বিচার করা হয়েছে। এই আইনে রাজা ভূমিবল আদুলায়াদেজ (৮৫) বা রানি ও তাদের উত্তরাধিকারীকে অসম্মান করলে অভিযুক্তকে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
২০১০ সালে ব্যাংককের রাস্তায় লাল শার্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলচুকলমের। চুকলমের আইনজীবী থামরং লাকদায়েন জানান, প্রাথমিকভাবে তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করায় তা এক বছর কমিয়ে দেওয়া হয়।' সূত্র : এএফপি।
২০১০ সালে ব্যাংককের রাস্তায় লাল শার্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলচুকলমের। চুকলমের আইনজীবী থামরং লাকদায়েন জানান, প্রাথমিকভাবে তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করায় তা এক বছর কমিয়ে দেওয়া হয়।' সূত্র : এএফপি।
No comments