ই-মেইল করার লোক খুঁজছেন রানি
যুক্তরাজ্যের রয়্যাল ওয়েবসাইটে রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য যোগাযোগ কর্মকর্তা চেয়ে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওই কর্মকর্তার কাজ হবে রানির কাছে ইন্টারনেটে আসা ই-মেইল দেখা, সেগুলোর সারসংক্ষেপ তৈরি করা এবং উত্তর দেওয়া। বছরে বেতন ধরা হয়েছে ২০ হাজার পাউন্ড।
ইন্টারনেটের যুগেও চিঠিপত্র আদান-প্রদানের প্রথাগত পদ্ধতির প্রতি রানি অনুরাগী। ফলে এ বিজ্ঞাপন দেখে অনেকে অবাকই হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'রানিকে লেখা সাধারণ মানুষের মেইল নিয়ে কাজ করতে হবে যোগাযোগ অফিসকে। সেগুলোর সুচিন্তিত উত্তর দিতে হবে। গভীর মনোযোগের সঙ্গে একটানা কাজের চাপের মধ্যেও প্রার্থীকে অবশ্যই শান্ত থাকতে হবে।'
প্রার্থীরা তাঁদের আবেদনপত্রে রানিকে কী বলে সম্বোধন করবেন, বিজ্ঞাপনে তাও উল্লেখ করা হয়েছে। তা হবে- 'আই হ্যাভ দ্য অনার টু বি, ম্যাডাম, ইওর ম্যাজেস্টি'স হাম্বল অ্যান্ড ওবিডিয়েন্ট সার্ভেন্ট।' তবে এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। প্রার্থী যেভাবে সম্বোধন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেভাবেও লিখতে পারবেন। গত বছর ছিল রানির সিংহাসন আরোহণের হীরক জয়ন্তী। এ উপলক্ষে রানির ঠিকানায় ৬০ হাজারেরও বেশি চিঠি আসে। এর আগে ২০১১ সালে ২৬ হাজার চিঠি পান রানি। আর হীরক জয়ন্তীর এক সন্ধ্যাতেই ৭১ হাজার ই-মেইল বার্তা পান তিনি। সূত্র : জিনিউজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'রানিকে লেখা সাধারণ মানুষের মেইল নিয়ে কাজ করতে হবে যোগাযোগ অফিসকে। সেগুলোর সুচিন্তিত উত্তর দিতে হবে। গভীর মনোযোগের সঙ্গে একটানা কাজের চাপের মধ্যেও প্রার্থীকে অবশ্যই শান্ত থাকতে হবে।'
প্রার্থীরা তাঁদের আবেদনপত্রে রানিকে কী বলে সম্বোধন করবেন, বিজ্ঞাপনে তাও উল্লেখ করা হয়েছে। তা হবে- 'আই হ্যাভ দ্য অনার টু বি, ম্যাডাম, ইওর ম্যাজেস্টি'স হাম্বল অ্যান্ড ওবিডিয়েন্ট সার্ভেন্ট।' তবে এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। প্রার্থী যেভাবে সম্বোধন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেভাবেও লিখতে পারবেন। গত বছর ছিল রানির সিংহাসন আরোহণের হীরক জয়ন্তী। এ উপলক্ষে রানির ঠিকানায় ৬০ হাজারেরও বেশি চিঠি আসে। এর আগে ২০১১ সালে ২৬ হাজার চিঠি পান রানি। আর হীরক জয়ন্তীর এক সন্ধ্যাতেই ৭১ হাজার ই-মেইল বার্তা পান তিনি। সূত্র : জিনিউজ।
No comments