মঞ্চ ছিল বেশ আমোদ-প্রমোদে ভরা মঞ্চ কথা
বেশ জমজমাট কাটছে ঢাকার নাট্যাঙ্গন। সপ্তাহের ৫ থেকে ৬ দিন কখনও কখনও সবগুলো দিনেই নাটক মঞ্চস্থ হচ্ছে মহিলা সমিতি মঞ্চ ও শিল্পকলা একাডেমীর হলগুলোতে। এমনকি নাটক দেখেতে দর্শকদেরও মোটামুটি সাড়া মিলছে।
গেল সপ্তাহের মঞ্চ ছিল বেশ আমোদ-প্রমোদে। এবারের মিরপুর মুক্ত দিবসকে ঘিরে শিল্পকলা একাডেমী মূল হলে স্বাত্তি্বক নাট্য সম্প্রদায় আয়োজন করে 'মুক্তিযুদ্ধের নাট্যোৎসব।' মুক্তিযুদ্ধের প্রেৰাপটে নির্মিত নাটক নিয়ে অনুষ্ঠিত এই উৎসব শুরম্ন হয় ১ ফেব্রম্নয়ারি ২০১০। নাগরিক নাট্যাঙ্গনের প্রযোজনায় উৎসবে উদ্বোধনী নাটক হিসেবে মঞ্চস্থ হয় ড. ইনামুল হকের রচনা ও লাকী ইনামের নির্দেশানায় মুক্তিযুদ্ধের নাটক 'সেই সব দিনগুলো।' মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহে নির্মিত এই নাটকের মধ্যদিয়ে নাট্যকার তুলে এনেছেন এদেশের যুদ্ধকালীন মুক্তিকামী মানুষ ও পরিবারের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং অংশগ্রহণের চিত্র। নাট্যজন গোলাম মোসত্মফার মূল ভাবনাও কুমার প্রীতিশ বলের রচনায় নাটক 'কথা ৭১' মঞ্চস্থ হয় ৩ ফেব্রম্নয়ারি। ঢাকা পদাতিকের প্রযোজনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব দেবাশীষ ঘোষ। বৃহস্পতিবার থিয়েটার আরামবাগ মঞ্চে এনেছে ড. জাফর ইকবালের মূল ভাবনায় গাজী রাকায়েতের নাট্যরূপ ও খ ম হারম্ননের নির্দেশনায় নাটক 'বলদ।' মহাকাল নাট্যসম্প্রদায় শুক্রবার মঞ্চে আনে আলোচিত নাটক 'ঘুম নেই।' নাসির উদ্দিন ইউসুফের গল্প অবলম্বনে জন মার্টিনের নাট্যরূপ ও নির্দেশনায় বর্ণনাধর্মীয় এই নাটকে যুদ্ধের নানা ঘটনাবলীর যেন পূর্ণ রূপ দেয়া হয়েছে। শনিবার থিয়েটার আর্ট ইউনিট মঞ্চস্থ করেছে নাটক 'সময়ের প্রয়োজনে।' জহির রায়হানের রচনায় এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোঃ বারী। এরই সঙ্গে শেষ হয় সাত্তি্বক নাট্যসম্প্রদায় আয়োজিত মুক্তিযুদ্ধের নাট্যোৎসব। এছাড়া প্রাঙ্গণে মোর মঞ্চে এনেছে দলের নিয়মিত প্রযোজনা 'লোক নায়ক', মৈত্রী থিয়েটার মঞ্চে এনেছে জাহিদ পিন্টুর মূল ভাবনায় মেরাজ আহামেদের নাট্যরূপ ও নির্দেশনায় নাটক 'ইশ্বরাৰি'। নাটকটি নির্দেশনা সহযোগী হিসেবে কাজ করেছেন বনি চৌধুরী। এছাড়া এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ছিল নাট্যকেন্দ্র প্রযোজিত 'মৃত মানুষের ছায়া', প্রাচ্যনাটের 'পুনর্জন্ম', সেন্টার ফর এশিয়ান থিয়েটারের 'দি মেটমের ফোসিস', জ্যোতি নাট্যসম্প্রদায়ের 'হুজুরে কেবলা' এবং মহিলা সমিতি মঞ্চে ছিল ভাবনা থিয়েটারের 'গোলাপ কেন ঝরে', নাট্য প্রয়াসের 'দম্পত্তি', নব শব্দ থিয়েটারের 'ভ্যালেন্টাইন', প্রাঙ্গণে মোর'র 'রক্ত করবী' নাগরিক নাট্যঙ্গন অনসাম্বলের 'নীলের পালা' এবং স্বদেশ থিয়েটারের 'কসাই টুলির রূপজান' ছিল গেল সপ্তাহের মঞ্চজুড়ে। আর আজ জাতীয় নাট্যশালায় থাকছে রবিরাগের নৃত্যনাট্য এবং পরীৰণ হলে মঞ্চস্থ হবে থিয়েটারের 'মেরাজ ফকিরের মা।' প্রয়াত নাট্যকার আব্দুলস্নাহ-আল-মামুনের রচনা ও নির্দেশনায় নাটকে উঠে এসেছে ধর্মীয় নানা অসঙ্গতি এবং মানবীয় সংঘাত।শিহাব ফারুক
No comments