আলোচনা সভায় তরিকুল- ‘পিপার স্প্রে’ ছুড়ে মানবতাকে ক্ষতবিক্ষত করছে সরকার



সরকার ‘পিপার সেপ্র’ দিয়ে সভ্যতা ও মানবতাকে ক্ষতবিক্ষত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। এ সেপ্র ব্যবহারের অনুমতি দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে এক আলোচনা সভায় তরিকুল এই দাবি করেন। বিদেশি সংবাদপত্রের বরাত দিয়ে তিনি বলেন, পশ্চিমা বিশ্বে হিংস্র পশুকে ঘায়েল করতে এই সেপ্র ব্যবহার করা হয়। ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পিপার সেপ্র ব্যবহারে দুজনের মৃত্যু হয়। বাংলাদেশে এখন তা ভিন্নমত দমন এবং মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ওপর ব্যবহার করা হচ্ছে। এর প্রতিক্রিয়ায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
১৯ জানুয়ারি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল এই আলোচনা সভার আয়োজন করে।
এদিকে বিকেলে নয়াপল্টনে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। আওয়ামী লীগ যেমন, ছাত্রলীগও তেমন।’

No comments

Powered by Blogger.