অস্কার মনোনয়ন
দীর্ঘ প্রতীা, জল্পনা কল্পনা আর অনুমানের পর শেষ পর্যনত্ম প্রকাশিত হয়েছে ৮২তম অ্যানুয়াল এ্যাকাডেমি এ্যাওয়ার্ড বা অস্কারের মনোনয়ন তালিকাটি। এবারের মনোনয়ন তালিকায় সেভাবে সুনির্দিষ্ট কোন ছবিরই জয় জয়কার না থাকলেও ধরে নেয়া যায় সেরা ছবিটির পুরস্কার নিয়ে লড়াইটা হতে যাচ্ছে 'অবতার' এবং 'হার্ট লকার' এর মাঝেই।
এখন অপো শুধু শেষ পর্দাটি ওঠার। এবারের অস্কারের মনোয়ন যারা পেয়েছেন- সেরা অভিনেতা জেফ ব্রিজেস-ক্রেজি হাট, জর্জ কুনি- আপ ইন দ্য এয়ার, কলিন ফর্থ- আ সিঙ্গেল ম্যান, মর্গান ফ্রিম্যান- ইনভিক্টাস, জেরেমি রেনার- দ্য হার্ট লকার সেরা অভিনেত্রীসান্দ্রা বুলক- দ্য বস্নাইন্ড সাইড, হেলেন মিরেন- দ্য লাস্ট স্টেশন, ক্যারি মুলিগান- এন এডুকেশন, গ্যাবুরে সিদিবে- প্রিসিয়াস, মেরিল স্ট্রিপ- জুলি এন্ড জুলিয়া
সেরা পাশর্্ব অভিনেতা
ম্যাট ডেমন- ইনভিক্টাস, ঊডি হারেলসন- দ্য ম্যাসেঞ্জার, ক্রিস্টোফার পু্লমার- দ্য লাস্ট স্টেশন, স্ট্যানলি টুসি- দ্য লাভলি বোনস, ক্রিস্টোফ ওয়ালটস- ইনগেস্নারিয়াস বাস্টার্ড
সেরা পাশর্্ব অভিনেত্রী
পেনলোপি ক্রুজ- নাইন, ভেরা ফারমিগা- আপ ইন দা এয়ার, ম্যাগি জিলেনহাল- ক্রেজি হাট, আন্না কেন্ড্রিক- আপ ইন দা এয়ার, মো নিকি- প্রিসিয়াস
সেরা পরিচালক : অবতার- জেমস ক্যামেরন, দ্য হার্ট লকার- ক্যাথরিন বিগেলো, ইনগেস্নারিয়াস বাস্টার্ড- কুয়েনটিন টারানটিনো, প্রিসিয়াস- লি ডেনিয়েল, আপ ইন দ্য এয়ার- জেসন রেইটম্যান
সেরা এনিমেটেড ফিচার ফিল্ম : কোরালাইন- হেনরি সেলিক, ফ্যান্টাস্টিক মি. ফক্স- ওয়েস এন্ডারসন, দ্য প্রিন্সেস এন্ড দ্য ফ্রগ- জন মাস্কার এন্ড রন কেমেনট্্স, দ্য সিক্রেট অফ কেল্্স- টম মুরি, আপ- পেটে ডক্টার।
সেরা বিদেশী ভাষার ছবি
আজামি- ইসরায়েল, এল সেকরেটো ডে সুস ওজোস- আর্জেন্টিনা, দ্য মিল্ক অফ সরো- পেরম্ন, আন প্রোফ টে- ফ্রান্স, দ্য হোয়াইট রিবন- জার্মানী
সেরা ফিল্ম এডিটিং
অবতার- স্টিফেন রিভকিন, জন রিফোয়া, জেমস ক্যামেরম্নন, ডিস্ট্রিক্ট নাইন- জুলিয়ান কার্ক , দ্য হার্ট লকার- বব মুরওয়াসকি, ক্রিস ইনিস, ইনগেস্নারিয়াস বাস্টার্ড- স্যালি মেনকে, প্রিসিয়াস- জো কোটজ
সেরা মিউজিক, অলমোস্ট দেয়ার ফ্রম- দ্য প্রিন্সেস এন্ড দ্য ফ্রগ, ডাউন ইন ওরলিন্্স- দ্য প্রিন্সেস এন্ড দ্য ফ্রগ, লোইন ডে পানামে- প্যারিস ৩৬, টেক ইট অল- নাইন
দ্য ওয়্যারি কাইন্ড- ক্রেজি হার্ট
শ্রেষ্ঠ ছবি : অবতার, দ্য বস্নাইন্ড সাইড, ডিস্ট্রিক্ট নাইন, এন এডুকেশন, দ্য হার্ট লকার, ইনগেস্নারিয়াস বাস্টার্ড, প্রিসিয়াস, এ সিরিয়াস ম্যান, আপ, আপ ইন দ্য এয়ার
শর্ট ফিল্ম (এ্যানিমেটেড)
ফ্রেঞ্চ রোস্ট, গ্র্যানি ও গ্রিমস সিস্নপিং বিউটি
দ্য লেডি এন্ড দ্য রেপার
লোগোরামা, এ ম্যাটার অফ লোফ এন্ড ডেথ
শর্ট ফিল্ম ( লাইভ এ্যাকশন)
দ্য ডোর জুয়ানিতা, ইনস্টিড অফ এ্যাবরাকাডেবরা, ক্যাভি, মিরাকেল ফিশ, দ্য নিউ টেনান্টস, রাইটিং (এডাপ্টেড স্ক্রিনপ্লে), ডিস্ট্রিক্ট নাইন, এন এডুকেশন
ইন দ্য লুপ, প্রিসিয়াস, আপ ইন দ্য এয়ার
রাইটিং (মূল স্ক্রিনপ্লে), দ্যা হার্ট লকার- মার্ক বয়েল, ইনগেস্নারিয়াস বাস্টার্ড- কোয়েনটিন টারানটিনো, দ্য ম্যাসেঞ্জার- এ্যালেসান্দ্রো ক্যামোন এবং ওরেন মুভারম্যান, এ সিরিয়াস ম্যান- জোয়েল কয়েন এবং ইথান কয়েন।
No comments