১৫০ বছরের মধ্যে সিডনিতে সর্বোচ্চ তাপমাত্রা
গতকাল শুক্রবার ছিল অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির জন্য একটি ঐতিহাসিক দিন। এদিন এ শহরের তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৮৫৯ সাল থেকে শুরু হওয়া তাপমাত্রা পরিমাপের প্রায় ১৫০ বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ। দেশটির আবহাওয়াবিষয়ক দপ্তর এ কথা জানায়।
এ তাপমাত্রার পেছনে উষ্ণপ্রবাহকে দায়ী করে আবহাওয়া দপ্তর জানায়, ২০১২ সালের শেষ দিক থেকেই দেশটির বিশাল অঞ্চল এতে ক্ষতিগ্রস্ত হয়। সিডনির সর্বশেষ সর্বোচ্চ এ তাপমাত্রা পরিমাপ করেছে শহরটির কেন্দ্রে অবস্থিত মহাকাশ গবেষণা কেন্দ্র অবজারভেটরি হিল। উল্লেখ্য, এর আগে সিডনির সর্বোচ্চ তাপমাত্রা ধারণ করা হয় ১৯৩৯ সালে ৪৫.৩ ডিগ্রি।
যুক্তরাষ্ট্রভিত্তিক আবহাওয়াবিষয়ক সংবাদ সংস্থা ওয়েদার চ্যানেলের আবহাওয়াবিদ ডিক হোয়াইটেকার শুক্রবার দিনটিকে সিডনির জন্য ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'সিডনির তাপমাত্রা ধারণের ইতিহাসে এমন দিন আমরা আর দেখিনি।' সূত্র : এএফপি।
যুক্তরাষ্ট্রভিত্তিক আবহাওয়াবিষয়ক সংবাদ সংস্থা ওয়েদার চ্যানেলের আবহাওয়াবিদ ডিক হোয়াইটেকার শুক্রবার দিনটিকে সিডনির জন্য ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'সিডনির তাপমাত্রা ধারণের ইতিহাসে এমন দিন আমরা আর দেখিনি।' সূত্র : এএফপি।
No comments