চোখের ভাষাby হাসিনা আক্তার নুম্নী
সাজ-সজ্জার অনেকটাই নির্ভর করে পরিবেশ, উপলক্ষ আর সময়ের ওপর। দিনের সাজ হয় হালকা আর রাতের গাঢ়। সকালের স্নিগ্ধ আলোয়
হালকা করে কাজল দিতে পারেন।
হালকা করে কাজল দিতে পারেন।
অংশে আরেকটি শেড ব্যবহার করুন। এবার মাশকারা দিন। প্রথমে একবার দিয়ে শুকিয়ে গেলে আবার দিন। এতে পাপড়িগুলো বড় ও সুন্দর দেখাবে। এবার দুই ভ্রƒ’র মাঝখানে ছোট একটি টিপ পরে নিন। এভাবে দিন ও রাতের সাজসজ্জা সম্পূর্ণ করতে পারেন।আইলাইনার দিতে হলে চিকন করে দেয়াই ভাল। মাসকারার প্রলেপটাও হালকা হতে হবে।
পোশাকের সাথে মিল রেখে শেড দিতে হলে পোশাকে সে রঙের আধিক্য কম সেই রঙের
শেডটি বেছে নিয়ে চোখের পাতার মাঝে নিন। এবার অন্য একটি গাঢ় রং নিয়ে ভ্রƒ’র
নিচে নিচে অর্থাৎ পাতার উপরের অংশে লাগান। অনেকে ভ্রƒ এঁকে থাকেন,
সেক্ষেত্রে প্রথমেই কাজটি সেরে নিতে হবে। এক্ষেত্রে বাদামী রংটি দিনের সাজে
ভাল মানাবে।
রাতের আঁধারে
সন্ধ্যা বা রাতের সাজে উজ্জ্বল ও গাঢ় রং বেছে নিন। কালো ভ্রƒ পেনসিল দিয়ে শেপ ঠিক করে নিন। গাঢ় করে কাজল দিন। একটু টেনে লম্বা করে দিতে পারেন। শাড়ির সঙ্গে ভাল মানাবে। আইলাইনার দিন মোটা করে। যাদের চোখ বড় তারা নিচের পাতায় ও আইলাইনার ব্যবহার করতে পারেন। আইলাইনারের শেষপ্রান্ত যেন ভ্রƒ ছাড়িয়ে না যায়। রাতের বেলায় চোখের মেকআপ হতে হবে ডার্ক, ড্রামাটিক, স্মোকিং, চকোলেট ব্রাউন, বারগান্ডি, ডিপ গ্রে আদর্শ। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে গাঢ় রংটি বেছে নিন পাতার মাঝ বরাবর দিন। সালোয়ার-কামিজ পরলে ওড়নার সাথে মিল রেখে পাতার উপরের
রাতের আঁধারে
সন্ধ্যা বা রাতের সাজে উজ্জ্বল ও গাঢ় রং বেছে নিন। কালো ভ্রƒ পেনসিল দিয়ে শেপ ঠিক করে নিন। গাঢ় করে কাজল দিন। একটু টেনে লম্বা করে দিতে পারেন। শাড়ির সঙ্গে ভাল মানাবে। আইলাইনার দিন মোটা করে। যাদের চোখ বড় তারা নিচের পাতায় ও আইলাইনার ব্যবহার করতে পারেন। আইলাইনারের শেষপ্রান্ত যেন ভ্রƒ ছাড়িয়ে না যায়। রাতের বেলায় চোখের মেকআপ হতে হবে ডার্ক, ড্রামাটিক, স্মোকিং, চকোলেট ব্রাউন, বারগান্ডি, ডিপ গ্রে আদর্শ। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে গাঢ় রংটি বেছে নিন পাতার মাঝ বরাবর দিন। সালোয়ার-কামিজ পরলে ওড়নার সাথে মিল রেখে পাতার উপরের
No comments