আফগান নারীর গুলিতে ন্যাটোর উপদেষ্টা নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের পুলিশ সদর দপ্তরে এক আফগান নারী পুলিশ কর্মকর্তার গুলিতে ন্যাটোর একজন কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে বিবিসি জানিয়েছে, নিহত ব্যক্তি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপদেষ্টা ছিলেন।
কোনো নারী নিরাপত্তাকর্মীর হাতে ন্যাটোর কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার।
আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনীর (আইএসএএফ) মুখপাত্র জানান, ওই নারী পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর সঙ্গে তালেবানের যোগসাজশ থাকতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, চলতি বছর বিভিন্ন হামলায় আইএসএএফের ৫০ জন সেনা মারা গেছে। সূত্র : এএফপি।
আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনীর (আইএসএএফ) মুখপাত্র জানান, ওই নারী পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর সঙ্গে তালেবানের যোগসাজশ থাকতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, চলতি বছর বিভিন্ন হামলায় আইএসএএফের ৫০ জন সেনা মারা গেছে। সূত্র : এএফপি।
No comments