ধারণার চেয়েও পুরনো গ্র্যান্ড ক্যানিয়ন!
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন গবেষকরা। এই গিরিখাতটি ডাইনোসর যুগের বলে দাবি করেছেন তাঁরা। গিরিখাতের নুড়ি পাথরের বয়স বিশ্লেষণ করে এ ধারণা করছেন তাঁরা।
এক মাইল গভীরতাবিশিষ্ট গ্র্যান্ড ক্যানিয়নের প্রস্থ ১৮ মাইল এবং দৈর্ঘ্য প্রায় ২৮০ মাইল। এই গিরিখাতের সৃষ্টিকাল নিয়ে গবেষকদের মধ্যে দীর্ঘদিন ধরেই তর্কবিতর্ক চলছে। অনেকেই বিশ্বাস করেন, গিরিখাতটি ৫০ থেকে ৬০ লাখ বছর আগে সৃষ্টি হয়েছিল। তবে সামপ্রতিক গবেষণায় দেখা গেছে, প্রচলিত ধারণারও অনেক আগে, প্রায় সাত কোটি বছর আগে এর জন্ম হয়েছে। বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্সে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউনিভার্সিটি অব কলোরাডো বৌল্ডারের একদল গবেষক গবেষণাটি চালিয়েছেন। গ্র্যান্ড ক্যানিয়নের পশ্চিমাংশের তলদেশের নুড়ি পাথর পরীক্ষা করে এ ধারণা করছেন তাঁরা। সূত্র : টেলিগ্রাফ।
No comments