ঐতিহ্যবাহী তোফায়েল আহমেদ শাহী জামে মসজিদ by শ্রাবণ রেজা
চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াজিশপুর ইউনিয়নের নদিমপুর গ্রামের ঐতিহ্যবাহী মসজিদ হজরত মাওলানা তোফায়েল আহমেদ (রহ.) শাহী জামে মসজিদ। মসজিদটি প্রতিষ্ঠিত হয় আনুমানিক তিনশ' বছর আগে।
যখন মানুষ ইবাদত-বন্দেগি করার জন্য কোনো যথাযোগ্য স্থান পাচ্ছিল না, তখন সমাজের মানুষকে শৃঙ্খলার পথে ফিরিয়ে আনার জন্য তিনি এ মসজিদটি নিজ জায়গায় অল্প পরিসরে প্রতিষ্ঠা করেন। বিগত সময়ে মসজিদের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করে সমাজের সাধারণ মানুষই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে এই মসজিদের নামকরণ নিয়ে একটি মহল নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এ মহলটি মসজিদের প্রতিষ্ঠাতা আলেমকে অবজ্ঞা করে নিজেদের পছন্দের নামে নামকরণ করতে চাইছে।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অস্থির পরিস্থিতি বিরাজ করছে। সমাজের সুধী সমাজের ইচ্ছা, এই মসজিদের প্রতিষ্ঠাতার নামেই এর নামকরণ করে তার প্রতি সম্মান প্রদর্শন করা হোক।
No comments