পাকিস্তানে সামরিক ঘাঁটিতে হামলা, দুই সেনা নিহত
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানায় সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে গতকাল বুধবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় দুই সেনা মারা গেছে। এতে আহত হয়েছে আটজন। কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানিয়েছেন। কেউ হামলার দায় স্বীকার করেনি।
কর্মকর্তারা জানান, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে দুই আত্মঘাতী হামলাকারী জারাই নূর ক্যাম্পের ফটকে পেঁৗছে বিস্ফোরণ ঘটায়। আফগানিস্তান থেকে গাড়ি নিয়ে এসে তারা এ হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়িটি আটকানোর চেষ্টা করেছিলেন। নির্দেশ অগ্রাহ্য করে হামলাকারীরা গাড়ি নিয়ে ঘাঁটির দিকে যেতে থাকে। একপর্যায়ে সেনারা গাড়ি লক্ষ্য গুলি চালায়। এ সময় ওই দুই ব্যক্তি বিস্ফোরণ ঘটায়। কর্মকর্তারা জানান, ওই ঘাঁটিতে কয়েক হাজার সেনা সদস্য রয়েছেন। সূত্র : এএফপি।
No comments