মারা গেছে নেফারতিতি
মহাশূন্যে ১০০ দিন কাটানো নেফারতিতি নামের মাকড়সাটি মারা গেছে। মহাকাশে চার কোটি ২০ লাখ মাইল পরিভ্রমণ শেষে গত অক্টোবরে পৃথিবীতে ফিরেছিল সে। এরপর প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল জাদুঘরে।
গত সোমবার ওয়াশিংটন ডিসির সেই জাদুঘরে (স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি) মারা যায় নেফারতিতি। জনসন জাম্পার প্রজাতির মাকড়সাটি মহাশূন্যে ভরহীন অবস্থায় শিকার ধরতে সক্ষম হয়। ফিরে আসার পর পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গেও তাড়াতাড়ি মানিয়ে নেয়। এর নামকরণ করা হয়েছিল মিসরের রানি নেফারতিতির নামে। গত জুলাইয়ে ইউটিউব স্পেস ল্যাব ভিডিও প্রতিযোগিতায় জেতেন মিসরের এক তরুণ। এরই অংশ হিসেবে নেফারতিতিকে মহাশূন্যে পাঠানো হয়েছিল। সূত্র : গার্ডিয়ান।
No comments