পাকিস্তানকে জরুরি সামরিক সহায়তা দিতে রাজি যুক্তরাষ্ট্র
সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানকে জরুরি সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতের দুই দেশের প্রতিরক্ষাবিষয়ক পরামর্শক গ্রুপের (ডিফেন্স কনসালটেটিভ গ্রুপ) নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদের নেতৃত্ব দেন প্রতিরক্ষাসচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আসিফ ইয়াসিন মালিক। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্ব দেন প্রতিরক্ষাবিষয়ক আন্ডার সেক্রেটারি ড. জেমস মিলার। প্রতিনিধিরা আফগান-পাকিস্তান সীমান্তের উভয় পাশের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে পাকিস্তানকে সামরিক সহায়তার বিষয়টিকে অগ্রাধিকার দিতে একমত হন। তাঁরা প্রতিরক্ষার ক্ষেত্রে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও বৈঠকে চিহ্নিত করেন।
এর আগে গত সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনের ফাঁকে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। এ সময় তাঁরা আশা প্রকাশ করেন, ওয়ার্কিং গ্রুপের বৈঠকে পারস্পরিক সহযোগিতার বিষয়টি জোরদার হবে।
দুই দেশের কর্মকর্তারা জানান, সন্ত্রাস দমনে 'শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক' উন্নয়নের প্রশ্নে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
তবে উপজাতীয় এলাকায় জঙ্গি দমনে কী ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে, সে ব্যাপারে কিছু পরিষ্কার করে বলা হয়নি। পাকিস্তানের তরফ থেকে বরারবই সাহায্যের তালিকাটি বড় হয়ে থাকে। তবে এবার সামরিক হেলিকপ্টারের ব্যবস্থাপনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনের কথা তুলে ধরেছেন।
আগামী বছরের মার্চে ওয়াশিংটনে পররর্তী বৈঠকে মিলিত হবেন কর্মকর্তারা। ওই বৈঠকেই পাকিস্তানের প্রতিনিধি পূর্ণাঙ্গ তালিকাটি পেশ করবেন। সূত্র : ডন।
এর আগে গত সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনের ফাঁকে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। এ সময় তাঁরা আশা প্রকাশ করেন, ওয়ার্কিং গ্রুপের বৈঠকে পারস্পরিক সহযোগিতার বিষয়টি জোরদার হবে।
দুই দেশের কর্মকর্তারা জানান, সন্ত্রাস দমনে 'শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক' উন্নয়নের প্রশ্নে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
তবে উপজাতীয় এলাকায় জঙ্গি দমনে কী ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে, সে ব্যাপারে কিছু পরিষ্কার করে বলা হয়নি। পাকিস্তানের তরফ থেকে বরারবই সাহায্যের তালিকাটি বড় হয়ে থাকে। তবে এবার সামরিক হেলিকপ্টারের ব্যবস্থাপনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনের কথা তুলে ধরেছেন।
আগামী বছরের মার্চে ওয়াশিংটনে পররর্তী বৈঠকে মিলিত হবেন কর্মকর্তারা। ওই বৈঠকেই পাকিস্তানের প্রতিনিধি পূর্ণাঙ্গ তালিকাটি পেশ করবেন। সূত্র : ডন।
No comments