সিএনএনের হিরো অব দ্য ইয়ার নেপালের পুষ্পা
এ বছরের সিএনএন হিরো অব দ্য ইয়ার খেতাব পেয়েছেন নেপালের পুষ্পা ব্যাজনেট। বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত মা-বাবা সন্তানদের নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা পেলেন।
গত রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের শেরিন অডিটোরিয়ামে মানবাধিকারকর্মী ও সংগঠক পুষ্পার হাতে এ সম্মাননা এবং আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। পুষ্পা ছাড়াও আরো আরো ৯ জন এই সম্মাননা পেয়েছেন।
নেপালে অপরাধের কারণে দণ্ডিত মা-বাবার সঙ্গে তাঁদের সন্তানরাও বাধ্য হয়ে কারাগারের জীবন কাটায়। গরিব দেশ হওয়ায় নেপাল সরকার এসব শিশুর খাদ্য, চিকিৎসা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পারে না। এই শিশুদের স্বাভাবিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে ২০০৫ সালে কাজ শুরু করেন পুষ্পা। ১৪০টি শিশু নিয়ে কাঠমাণ্ডুতে 'শৈশব উন্নয়ন কেন্দ্র' নামের একটি প্রতিষ্ঠান শুরু করেন। শিশুদের নিয়ে পুষ্পার এই উদ্যোগ সিএনএন ও সাধারণ মানুষের নজর কাড়ে। প্রতিবছরের মতো এবারও সিএনএন ৪৫ হাজার প্রাথমিক মনোনয়নপ্রাপ্তের মধ্য থেকে ১৮০ জনকে বাছাই করে। সূত্র : সিএনএন
নেপালে অপরাধের কারণে দণ্ডিত মা-বাবার সঙ্গে তাঁদের সন্তানরাও বাধ্য হয়ে কারাগারের জীবন কাটায়। গরিব দেশ হওয়ায় নেপাল সরকার এসব শিশুর খাদ্য, চিকিৎসা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পারে না। এই শিশুদের স্বাভাবিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে ২০০৫ সালে কাজ শুরু করেন পুষ্পা। ১৪০টি শিশু নিয়ে কাঠমাণ্ডুতে 'শৈশব উন্নয়ন কেন্দ্র' নামের একটি প্রতিষ্ঠান শুরু করেন। শিশুদের নিয়ে পুষ্পার এই উদ্যোগ সিএনএন ও সাধারণ মানুষের নজর কাড়ে। প্রতিবছরের মতো এবারও সিএনএন ৪৫ হাজার প্রাথমিক মনোনয়নপ্রাপ্তের মধ্য থেকে ১৮০ জনকে বাছাই করে। সূত্র : সিএনএন
No comments