আসাদের পক্ষে লড়াই করছে হিজবুল্লাহ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লেবাননের শিয়া দল হিজবুল্লাহ যুদ্ধ করছে। গত বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকারবিষয়ক এক তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ সাম্প্রদায়িক লড়াইয়ে রূপ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
জাতিসংঘের তদন্ত কর্মকর্তা পাওলো পিনেইরো ১০ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি তৈরি করেছেন। এতে বলা হয়েছে, সিরিয়ার লড়াইয়ে হিজবুল্লাহর উপস্থিতি মানে হলো তাদের হাতে রাসায়নিক অস্ত্র চলে যাওয়া। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার গৃহযুদ্ধ সাম্প্রদায়িক যুদ্ধে পরিণত হচ্ছে। বিদেশি গোষ্ঠীর সহায়তা নিয়ে ক্ষমতাসীন আলাওয়িতরা সংখ্যাগরিষ্ঠ সুনিদের বিরুদ্ধে লড়াই করছে। 'সরকারি ও বিরোধীদের মধ্যে চলমান লড়াই দুই বছর পার করতে যাচ্ছে। যুদ্ধের এখনকার ধরন থেকে এটা স্পষ্ট, তা সাম্প্রদায়িক যুদ্ধের দিকে মোড় নিয়েছে।' এতে আরো বলা হয়, হিজবুল্লাহ ছাড়াও ইরাক থেকে শিয়ারা আসাদ বাহিনীর হয়ে লড়াই করছে। বর্তমানে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সুন্নি সম্প্রদায়ের যোদ্ধারা সিরিয়ায় ঢুকছে বিদ্রোহীদের পক্ষ নিয়ে কিংবা স্বতন্ত্রভাবে লড়াই করতে।
ইরান প্রেসিডেন্ট আসাদকে সহায়তা করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে সিরিয়ার প্রধান বিরোধীদের জোট। এক বিবৃবিতে তারা বলেছে, 'সিরিয়ার জনগণের বাহিনী জয়ের ধারা অব্যাহত রেখেছে। আসাদের ডুবতে বসা শাসনামলকে সাহায্য দেওয়ার ব্যাপারে ইরান মরিয়া।'
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার জানিয়েছে, আসাদ বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে স্কাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। 'আসাদ বাহিনীর নিজেদের লোকের বিরুদ্ধেই অব্যাহতভাবে স্কাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে_এ বিষয়টি এখন স্পষ্ট।' গতকাল শুক্রবার ন্যাটোর প্রধান আন্দ্রেস ফগ রাসমুসেন আবারও বলেছেন, 'সিরিয়ায় স্কাডের মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে_এ বিষয়টি আমরা নিশ্চিত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।' সূত্র : এএফপি।
ইরান প্রেসিডেন্ট আসাদকে সহায়তা করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে সিরিয়ার প্রধান বিরোধীদের জোট। এক বিবৃবিতে তারা বলেছে, 'সিরিয়ার জনগণের বাহিনী জয়ের ধারা অব্যাহত রেখেছে। আসাদের ডুবতে বসা শাসনামলকে সাহায্য দেওয়ার ব্যাপারে ইরান মরিয়া।'
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার জানিয়েছে, আসাদ বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে স্কাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। 'আসাদ বাহিনীর নিজেদের লোকের বিরুদ্ধেই অব্যাহতভাবে স্কাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে_এ বিষয়টি এখন স্পষ্ট।' গতকাল শুক্রবার ন্যাটোর প্রধান আন্দ্রেস ফগ রাসমুসেন আবারও বলেছেন, 'সিরিয়ায় স্কাডের মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে_এ বিষয়টি আমরা নিশ্চিত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।' সূত্র : এএফপি।
No comments