একমঞ্চে চন্দ্র ও জ্যোতি

নানা কর্ম, গুণ ও বৈশিষ্ট্যের সেরাদের জায়গা গিনেস বুক অব রেকর্ডস। এবার গিনেস কর্তৃপক্ষ নিজেরাই এক রেকর্ড সৃষ্টি করেছে বিশ্বের সবচেয়ে খর্বকায় পুরুষ ও নারীর সাক্ষাৎ ঘটিয়ে। সবচেয়ে খর্বকায় নারী ভারতের জ্যোতি আমগে এবং খর্বকায় পুরুষ নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি প্রথমবারের মতো একমঞ্চে দাঁড়িয়েছেন।


ইতালিতে গিনেস বুকের ২০১৩ সালের ৫৭তম সংস্করণের ছবির জন্য পোজ দিয়েছেন তাঁরা।
সংবাদ মাধ্যম জানিয়েছে, বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ ও নারীর মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ। ৭২ বছর বয়সী চন্দ্র ও ১৮ বছর বয়সী জ্যোতির মধ্যে বয়সের বিরাট ব্যবধান সত্ত্বেও নতুন বইয়ের জন্য পোজ দিতে গিয়ে তারা পরস্পরের সঙ্গে হাসিঠাট্টা করেন। বইটির এই সংস্করণ শিগগিরই প্রকাশিত হবে। ভারতের নাগপুরের বাসিন্দা জ্যোতি গত ডিসেম্বরে তাঁর ১৮তম জন্মদিনে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি নারী হিসেবে স্বীকৃতি পান। আর চন্দ্র স্বীকৃতি পান চলতি বছরের ফেব্রুয়ারিতে। জ্যোতির উচ্চতা ২৪ দশমিক ৭ ইঞ্চি। চন্দ্র নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৪০০ কিলোমিটার দূরের রিমকোলি গ্রামের বাসিন্দা। তাঁর উচ্চতা ২১ দশমিক ৫ ইঞ্চি। চন্দ্র ইতিহাসের সবচেয়ে খর্বকায় পুরুষও। তার আগে এই রেকর্ডটি ছিল ভারতের গুল মোহাম্মদ (১৯৫৭-৯৭)-এর দখলে। তাঁর উচ্চতা ছিল ২২ দশমিক ৫ ইঞ্চি। সূত্র : এএফপি ও ডেইলি মেইল।

No comments

Powered by Blogger.