মিডিয়া ওয়াচ
ভেনিস চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ ছবি ‘পিয়তে’ ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে গোল্ডেন লায়ন পুরস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার পিয়তে গতকাল এ ঘোষণা দেয়া হয়। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন দু’জন। দি মাস্টার সিনেমার ফিলিপ সেমর হফম্যান ও জোয়াকিন ফিনিক্স।
এই ছবিটি শ্রেষ্ঠ পরিচালকের জন্য সিলভার লায়ন পুরস্কার জেতে। শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন ফিল দ্য ভয়েদ ছবির হাদাস ইয়ারন।
কিম কি-দুক পরিচালিত পিয়েতার কাহিনী গড়ে উঠেছে একজন ঋণ সংগ্রাহকের জীবন অবলম্বনে। একজন নারী নিজেকে তাঁর মা হিসেবে দাবি করলে ওই ঋণ সংগ্রাহকের জীবনে যে টানাপোড়েন সষ্টি হয়, তাই এ ছবির উপজীব্য। বিবিসি।
জেমস্ বন্ডের গাড়ি নিলামে
জেমস বন্ড সিরিজের বিখ্যাত গাড়ি অ্যাস্টিন মার্টিন কিনতে চান? আপনার জন্য সুখবর। ০০৭ ট্রেডমার্কের এই গাড়ি বিক্রি হবে। গাড়িটি আগামী মাসে নিলামে বিক্রির আয়োজন করছে আন্তর্জাতিক নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ।
বন্ড সিরিজের কোয়ান্টাম অব সোলিসের প্রথম দৃশ্যেই দেখা যায় অত্যাধুনিক এ স্পোর্টস কার। ইতোমধ্যে সারা বিশ্বের কোটি দর্শকের কাছে পরিচিত পেয়েছে গাড়িটি। জেমস্ বন্ড সিরিজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ অক্টোবর উদ্যাপন করা হবে গ্লোবাল জেমস্ বন্ড দিবস। দিবসটি উপলক্ষে ক্রিষ্টি নিলামের আয়োজন করছে। দক্ষিণ কেনসিংটনে নিলামে তোলা হবে গাড়িটি। ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিং ১৯৫৩ সারে জেমস্ বন্ড নামের গোয়েন্দা চরিত্র সৃষ্টি করেন। টাইম।
No comments