সাক্ষাৎকারে সেই কমান্ডো- প্রথম গুলির পরও নড়ছিলেন ওসামা
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে তাঁর শয়নকক্ষে দেখা মাত্রই গুলি করা হয়েছিল। প্রথম গুলি খাওয়ার পরও নড়াচড়া করেছিলেন তিনি। এরপর তাঁকে লক্ষ্য করে আরও গুলি করা হয়।
বিন লাদেনকে হত্যার অভিযান নিয়ে লেখা নো ইজি ডে বইয়ের লেখক মার্কিন বিশেষ কমান্ডো বাহিনীর সাবেক সদস্য
বিন লাদেনকে হত্যার অভিযান নিয়ে লেখা নো ইজি ডে বইয়ের লেখক মার্কিন বিশেষ কমান্ডো বাহিনীর সাবেক সদস্য
গত রোববার সিবিএস টেলিভিশনে সম্প্রচার করা এক সাক্ষাৎকারে আবারও এই দাবি করেন।
গত বছরের ২ মে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিল পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে। ওই অভিযানে অংশগ্রহণকারী সাবেক এই কমান্ডোর নাম ম্যাট বিসোনেট। তবে তিনি বইটি লিখেছেন মার্ক ওয়েন ছদ্মনামে। নো ইজি ডে বইটি এখন যুক্তরাষ্ট্রের বেস্টসেলার তালিকার শীর্ষে রয়েছে।
বিন লাদেনকে হত্যার বিষয়ে তাঁর বক্তব্যের সমর্থনে সিবিএসের ৬০ মিনিটের অনুষ্ঠানে ওয়েন বলেন, ‘যদি কোনো ব্যক্তির শয়নকক্ষের কোনায় একে-৪৭ থাকে, আপনি নিশ্চয়ই চাইবেন না, তিনি সেটি হাত বাড়িয়ে নিয়ে নিন।’
ওয়েন বলেন, ‘অভিযানের পর প্রেসিডেন্ট ওবামার সঙ্গে কমান্ডোদের বৈঠক হয়। বিন লাদেনকে কে গুলি করেছিলেন, এ তথ্য প্রকাশ করতে কমান্ডোরা অস্বীকৃতি জানান। এএফপি।
গত বছরের ২ মে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিল পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে। ওই অভিযানে অংশগ্রহণকারী সাবেক এই কমান্ডোর নাম ম্যাট বিসোনেট। তবে তিনি বইটি লিখেছেন মার্ক ওয়েন ছদ্মনামে। নো ইজি ডে বইটি এখন যুক্তরাষ্ট্রের বেস্টসেলার তালিকার শীর্ষে রয়েছে।
বিন লাদেনকে হত্যার বিষয়ে তাঁর বক্তব্যের সমর্থনে সিবিএসের ৬০ মিনিটের অনুষ্ঠানে ওয়েন বলেন, ‘যদি কোনো ব্যক্তির শয়নকক্ষের কোনায় একে-৪৭ থাকে, আপনি নিশ্চয়ই চাইবেন না, তিনি সেটি হাত বাড়িয়ে নিয়ে নিন।’
ওয়েন বলেন, ‘অভিযানের পর প্রেসিডেন্ট ওবামার সঙ্গে কমান্ডোদের বৈঠক হয়। বিন লাদেনকে কে গুলি করেছিলেন, এ তথ্য প্রকাশ করতে কমান্ডোরা অস্বীকৃতি জানান। এএফপি।
No comments