হত্যা ও নির্যাতনের অভিযোগ-সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর জরিমানা
নির্যাতন ও হত্যার অভিযোগে সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহামেদ আলী সামান্তারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। সোমালিয়ার ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারকে দুই কোটি ১০ লাখ ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১৯৮৭ থেকে ৯০ সাল পর্যন্ত সোমালিয়ার প্রধানমন্ত্রী ছিলেন সামান্তার। এর আগে ১৯৮০ থেকে ৮৬ সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে সোমালিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে সামান্তার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে বসবাসরত সোমালি নাগরিকদের একটি গ্রুপ ক্ষতিপূরণ চেয়ে তাঁর বিরুদ্ধে মামলা করে। গত মঙ্গলবার ওই মামলার রায় হলো। তবে সামান্তার নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন।
মানবাধিকার কর্মীরা বলেছেন, এ রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে যুক্তরাষ্ট্রে বিদেশিরাও আইনের ঊধর্ে্ব নয়। নির্যাতনের শিকার যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে বসবাস করে তারা এখানকার আদালতে মামলা করতে পারে এবং সুবিচার চাইতে পারে।
সূত্র : বিবিসি, রয়টার্স।
মানবাধিকার কর্মীরা বলেছেন, এ রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে যুক্তরাষ্ট্রে বিদেশিরাও আইনের ঊধর্ে্ব নয়। নির্যাতনের শিকার যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে বসবাস করে তারা এখানকার আদালতে মামলা করতে পারে এবং সুবিচার চাইতে পারে।
সূত্র : বিবিসি, রয়টার্স।
No comments