শরণার্থীবাহী নৌকাডুবি-নিখোঁজ শতাধিক ৪৫ জন উদ্ধার

অস্ট্রেলিয়াগামী শরণার্থীবাহী ডুবে যাওয়া নৌকার ৪৫ যাত্রীকে গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। আগের দিন বুধবার ইন্দোনেশিয়ার উপকূলে সুমাত্রা ও জাভা দ্বীপের মাঝামাঝি জায়গায় দুর্ঘটনায় পড়ে নৌকাটি। এতে ১৫০ যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় বাকি যাত্রীদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি।


অস্ট্রেলিয়ার মেরিটাইম নিরাপত্তা কর্তৃপক্ষ (এএমএসএ) গতকাল জানায়, '৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন মারাত্মকভাবে আহত। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল।'
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ইন্দোনেশিয়া। এ ব্যাপারে এএমএসএর কাছ থেকে সতর্কবার্তা পায় ইন্দোনেশিয়ার জাতীয় তল্লাশি ও উদ্ধারবিষয়ক সংস্থা (বাসারনাস)। তারা দুর্ঘটনাস্থলে পুলিশের দুটি উদ্ধারকারী নৌকা ও একটি হেলিকপ্টার পাঠায়। কিন্তু কাউকে না পেয়ে তারা ফিরে যায়। এরপর রাতে একটি পণ্যবাহী জাহাজ ছয়জনকে উদ্ধার করে। বাকি ৩৯ জনকে উদ্ধার করে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর একটি জাহাজ। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.