নতুন বই- মুক্তির ছড়া মুক্তির কবিতা
গোলাম কিবরিয়া পিনু বহুদিন ধরে লিখছেন। সব সময় তিনি অবস্থান করেছেন দেশের প্রগতিশীল মানুষের বিকাশের পক্ষে। মুক্তিযুদ্ধ বাঙালী জাতির ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়কে ধারণ করেছে। বর্তমান প্রজন্মের অনেক শিশু-কিশোরই মুক্তিযুদ্ধ বিষয়ে বিপ্রতি।
তাই আমাদের প্রতিমুহ’র্তে প্রয়োজন এ বিষয়ে কর্মকা- অব্যাহত রাখাÑ শিশু-কিশোরদের চেতনায় মুক্তিযুদ্ধকে সঞ্চালিত করা।
গোলাম কিবরিয়া পিনু রচিত ‘মুক্তিযুদ্ধের ছড়াকবিতা’ আমাদের মুক্তিযুদ্ধের সাহিত্যে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। কারণ পিনু শুধু হাওয়ায় ভেসে ভেসে কল্পালোকের সাহিত্য রচনা করেননি; বরং তিনি বাঙালীর রক্তঝরা স্বাধীনতার বাস্তবতাকে তুলে ধরে আমাদের নবীন প্রজন্মের কাছে। শব্দ ও ছন্দ সাজিয়ে তিনি মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন :
‘ভুল করে ভুলবো না
দ্বিধাচিত্তে দুলবো না
পাকবাহিনীর
নিষ্ঠুরতা ভুলবো না
সিংস্রতা ভুলবো না।’ (মুক্তিযুদ্ধ)
বইটি পড়তে গিয়ে লক্ষ্য করেছি, গোলাম কিবরিয়া পিনু মূলত সরল ভাষা ও আঙ্গিকে ‘শিশুতোষ কবিতা’ লিখতেই বেশি চেষ্টা করেছেন। হয়তো ছড়াগুলো বক্তব্য ও বর্ণনার কারণে কবিতাধর্মী হয়ে উঠেছে :
বানাতে চেয়েছে দাস
যুদ্ধের নয় মাস।
হিংসায় হিংসায়
ঘরবাড়ি পুড়েছিল,
মানুষও প্রতিবাদে
প্রতিরোধে ঘুরেছিল।’ (নয় মাস)
এই কবিতাটি পড়ে বোঝা যায়, কবি কবিতাটির মধ্যদিয়ে তার শিশু-কিশোরে পাঠককে বোঝাতে চেয়েছেন, বাঙালীর গৌরবময় মুক্তিযুদ্ধ নয় মাস স্থায়ী হয়েছিল।
বইটির অলঙ্করণ ছাপা ও অঙ্গসজ্জা ভালো। ‘মুক্তিযুদ্ধের ছড়াকবিতা’ অবশ্যই আদৃত হোক এই প্রত্যাশা দৃঢ়ভাবে পোষণ করি।
মুক্তিযুদ্ধের ছড়াকবিতা : গোলাম কিবরিয়া পিনু।
প্রকাশক : রিদম প্রকাশন, বাংলা বাজার, ঢাকা।
প্রচ্ছদ ও অলঙ্করণ আজিজুর রহমান।
দাম : ৮০.০০ টাকা।
শাহজাদা শাহরুখ
ডাকটিকেটের কথা
লেখক : আ ব ম মহিউদ্দীন খান চৌধুরী
প্রকাশকাল : প্রথম প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০০৮
দ্বিতীয় প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০১০
প্রকাশনায় : চন্দ্রদ্বীপ প্রকাশনী, ঢাকা
গ্রন্থস্বত্ব : লেখক
প্রচ্ছদ : অ্যাডপার্ক
মুদ্রাকর : বাসন্তী প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং লিমিটেড
মুদ্রণ : অফসেট কাগজে ছাপা
পৃষ্ঠা সংখ্যা : ১৯২ (১২ ফর্মা)
মূল্য : তিন শত টাকা
গোলাম কিবরিয়া পিনু রচিত ‘মুক্তিযুদ্ধের ছড়াকবিতা’ আমাদের মুক্তিযুদ্ধের সাহিত্যে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। কারণ পিনু শুধু হাওয়ায় ভেসে ভেসে কল্পালোকের সাহিত্য রচনা করেননি; বরং তিনি বাঙালীর রক্তঝরা স্বাধীনতার বাস্তবতাকে তুলে ধরে আমাদের নবীন প্রজন্মের কাছে। শব্দ ও ছন্দ সাজিয়ে তিনি মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন :
‘ভুল করে ভুলবো না
দ্বিধাচিত্তে দুলবো না
পাকবাহিনীর
নিষ্ঠুরতা ভুলবো না
সিংস্রতা ভুলবো না।’ (মুক্তিযুদ্ধ)
বইটি পড়তে গিয়ে লক্ষ্য করেছি, গোলাম কিবরিয়া পিনু মূলত সরল ভাষা ও আঙ্গিকে ‘শিশুতোষ কবিতা’ লিখতেই বেশি চেষ্টা করেছেন। হয়তো ছড়াগুলো বক্তব্য ও বর্ণনার কারণে কবিতাধর্মী হয়ে উঠেছে :
বানাতে চেয়েছে দাস
যুদ্ধের নয় মাস।
হিংসায় হিংসায়
ঘরবাড়ি পুড়েছিল,
মানুষও প্রতিবাদে
প্রতিরোধে ঘুরেছিল।’ (নয় মাস)
এই কবিতাটি পড়ে বোঝা যায়, কবি কবিতাটির মধ্যদিয়ে তার শিশু-কিশোরে পাঠককে বোঝাতে চেয়েছেন, বাঙালীর গৌরবময় মুক্তিযুদ্ধ নয় মাস স্থায়ী হয়েছিল।
বইটির অলঙ্করণ ছাপা ও অঙ্গসজ্জা ভালো। ‘মুক্তিযুদ্ধের ছড়াকবিতা’ অবশ্যই আদৃত হোক এই প্রত্যাশা দৃঢ়ভাবে পোষণ করি।
মুক্তিযুদ্ধের ছড়াকবিতা : গোলাম কিবরিয়া পিনু।
প্রকাশক : রিদম প্রকাশন, বাংলা বাজার, ঢাকা।
প্রচ্ছদ ও অলঙ্করণ আজিজুর রহমান।
দাম : ৮০.০০ টাকা।
শাহজাদা শাহরুখ
ডাকটিকেটের কথা
লেখক : আ ব ম মহিউদ্দীন খান চৌধুরী
প্রকাশকাল : প্রথম প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০০৮
দ্বিতীয় প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০১০
প্রকাশনায় : চন্দ্রদ্বীপ প্রকাশনী, ঢাকা
গ্রন্থস্বত্ব : লেখক
প্রচ্ছদ : অ্যাডপার্ক
মুদ্রাকর : বাসন্তী প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং লিমিটেড
মুদ্রণ : অফসেট কাগজে ছাপা
পৃষ্ঠা সংখ্যা : ১৯২ (১২ ফর্মা)
মূল্য : তিন শত টাকা
No comments