বই পরিচিতি

ড. স্বপ্না রায়ের গবেষণাধর্মী বই বাংলাদেশের গল্প-উপন্যাসে একাত্তর ও তারপর একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালীর জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। এই বিষয়কে আশ্রয় করে তেইশটি মৌলিক গ্রন্থ ও আটটি সহায়ক গ্রন্থ নিয়ে ড. স্বপ্না রায় রচনা করেছেন ‘বাংলাদেশের গল্প-উপন্যাসে একাত্তর ও তারপর’ গবেষণাধর্মী গ্রন্থটি।


গ্রন্থটিতে সূচিবদ্ধ হয়েছে শওকত ওসমানের উপন্যাসে একাত্তর-পরিস্থিতি; রিজিয়া রহমানের উপন্যাসে স্বাধীনতাউত্তর অনুভব একাত্তরের যুদ্ধশিশু; হাসান আজিজুল হকের গল্পে একাত্তর; আবুবকর সিদ্দিকের গল্পে; বীভৎস বাস্তবতা নিয়ে বিস্তর আলোচনা-পর্যালোচনা।
বাংলাদেশের ছোটগল্পে একাত্তর সূচিতে উল্লেখ রয়েছে সত্যেন সেনের ‘পরীবানুর কাহিনী’ গল্প; শওকত ওসমানের ‘দুই ব্রিগেডিয়ার’ গল্প; আবু রুশদের ‘খালাস’ গল্প; আবদুল গাফ্ফার চৌধুরীর ‘রোদের অন্ধকারে বৃষ্টি’ গল্প; শওকত আলীর ‘পুনর্বার বেয়নেট’ গল্প; হারুন হাবিবের ‘আমাদের জন্মের ঋণ’ গল্প; বশীর আল হেলালের ‘শবের নিচে সোনা’ গল্প; রিজিয়া রহমানের ‘একজন মুক্তিযোদ্ধার জন্ম’ গল্প; মইনুল আহসান

সাবেরের ‘কবেজ লেঠেল’ গল্প; জাহানারা ইমামের ‘উপলব্ধি’ গল্প; আখতারুজ্জামান ইলিয়াসের ‘অপঘাত’ গল্প; হুমায়ূন আহমেদের ‘জলিল সাহেবের পিটিশন’ গল্প; সেলিনা হোসেনের ‘সিজফায়ার’ গল্প; রাবেয়া খাতুনের ‘রক্তাক্ত থুথু’ গল্প; ইমতিয়াজ শামিমের ‘মৃত্তিকা প্রাক-পুরাতন’ গল্পসহ অনেক গল্পের বিবরণ। এ গবেষণা গ্রন্থে আরও সূচিবদ্ধ হয়েছে কিশোর উপন্যাসে একাত্তর ও তারপর। এখানে উল্লেখ করা হয়েছেÑআনোয়ারা সৈয়দ হকের উপন্যাস ‘হানাদার বাহিনী জব্দ’; খালেদা এদিব চৌধুরীর উপন্যাস ‘যুদ্ধ জয়ের পথে’; মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাশা’; মঞ্জু সরকারের উপন্যাস ‘যুদ্ধে যাওয়ার সময়’ এবং মাহমুদ আল জামানের ‘যুদ্ধদিনের ধূসর দুপুর‘ উপন্যাসের বিস্তর আলোচনা।
স্বাধীনতার চল্লিশ বছরে মুক্তিয্দ্ধু বিষয়ে রচিত গ্রন্থের সংখ্যা একেবারে নগণ্য নয়। লেখকের বাছাইকৃত কিছু বই নিয়েই রচনার সমবায়ে প্রকাশিত হয়েছে এই গ্রন্থের অবয়ব। মূলত এর মধ্যে রয়েছে উল্লেখিত গ্রন্থভুক্ত মুক্তিযুদ্ধের বিষয়সহ আনুষঙ্গিক ঘটনাবলীর উল্লেখ ও বিশ্লেষণ। সেই সঙ্গে পাওয়া যায় মুক্তিযুদ্ধের হাজারো তথ্যের সমাবেশ। লেখকের বিভিন্ন রচনার সংকলন হলেও গ্রন্থটিতে ধরা পড়েছেÑ মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটা ধারাবাহিক বিন্যাস। বিগত চল্লিশ বছরে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস বিকৃতির শিকার হয়েছে নানাভাবে, বিভ্রান্ত হয়েছে নতুন প্রজন্ম। তাদের কাছে মুক্তিযুদ্ধের সূচনা, বিকাশ ও চূড়ান্ত পথযাত্রার পূর্ণাঙ্গ রূপটি হয়ে আছে কুয়াশাচ্ছন্ন। সেই কুয়াশা কাটানোর
জন্য, একটি ভোরের জন্য, রৌদ্রময় একটি সোনালি সকালের জন্য ড. স্বপ্না রায় রচনা করেছেন ‘বাংলাদেশের গল্প-উপন্যাসে একাত্তর ও তারপর’ গ্রন্থটি। এ গ্রন্থের মাধ্যমে নতুন প্রজন্মের ঐ ভ্রান্তধারণা তাদের কাছে স্বচ্ছ হয়ে আসবে। এ গ্রন্থপাঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও প্রেক্ষাপট সম্পর্কে কৌতূহলী ও আগ্রহী হবে তারা এবং সমর্থ হবে স্বাধীনতাযুদ্ধের তাৎপর্য ও গুরুত্বকে অনুধাবণ করতে।
ড. স্বপ্না রায় মনে করেন, ‘বাঙালীর ভাষাভিত্তিক জাতিসত্তার স্ফূরণ, তাদের ক্রমবিকশিত চেতনা, উপলব্ধি ও অনুভবের ধারাক্রম সবশেষে মুক্তিযুদ্ধের অনিবার্যতাÑএভাবেই সূচিত ও বিকশিত হয়েছে বাংলাদেশের ইতিহাস। সে বিষয়ে তরুণ প্রজন্মের কৌতূহল চরিতার্থ হলে, তবেই হবে এই গ্রন্থ রচনায় ব্যয়িত শ্রমের স্বার্থকতা।’
সত্যিই তাই। তাঁর এই শ্রম স্বার্থক হোক এ প্রত্যাশা সকলের।

প্রকাশক : গ্লোব লাইব্রেরী (প্রাঃ) লিমিটেড
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১২ ॥ প্রচ্ছদ : সমর মজুমদার
পৃষ্ঠা : ১৬০ ॥ মূল্য : ১৮০ টাকা।

No comments

Powered by Blogger.