সত্যিকারের সবজান্তা-প্যারা অলিম্পিক

 স্টোক ম্যানডেভিল হাসপাতালের রোগীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিলেন স্যার লুডউইগ গাটম্যান। ১৯৪৮ সালের এই প্রতিযোগিতাটি ‘আন্তর্জাতিক হুইল চেয়ার গেমস’ নামে পরিচিত, যেটি অবিকল অলিম্পিক গেমসের ধাঁচে সাজানো হয়েছিল।


 আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম প্রতিবন্ধীদের অংশগ্রহণে প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ১৯৬০ সালে রোমে। এতে অংশ নেয় ২৩টি দেশের ৪০০ জন প্রতিযোগী।
 আমেরিকান জিমন্যাস্ট জর্জ ইয়েস্টার সর্বপ্রথম অ্যাথলেট, যিনি একটি কৃত্রিম পা নিয়ে অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১৯০৪ সালে, তখনো প্যারা অলিম্পিক চালু হয়নি।
 যুক্তরাষ্ট্রের ট্রিসকা জর্ন সর্বাধিক মেডেল জেতা প্যারা অলিম্পিয়ান, যিনি দৃষ্টিপ্রতিবন্ধী মহিলা সাঁতারু হিসেবে ৫৫টি মেডেল জিতেছেন, যার মধ্যে ৪১টিই সোনা।
 ২০০৮ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে সর্বমোট ১৪৬টি দেশের তিন হাজার ৯০০ জন প্রতিযোগী অংশ নেন।
 আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি (আইপিসি) বর্তমান প্রেসিডেন্ট ফিলিপ ক্র্যাভেন নিজেও একজন সাবেক প্যারা অলিম্পিয়ান।
নাদিরা মুসতারী, উইকিপিডিয়া অবলম্বনে

No comments

Powered by Blogger.