লুৎফর হত্যাকাণ্ড-নওয়াপাড়ায় অর্ধদিবস হরতাল পালিত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার নওয়াপাড়ায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নওয়াপাড়া পাঁচকবর এলাকায় নিজের মুদি দোকানে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন।


এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লুৎফরের লাশ নিয়ে যশোর শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। লাশের ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের লালদীঘিপাড়ের বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিএনপির দলীয় পতাকা দিয়ে লাশ আচ্ছাদন করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিকেলে নওয়াপাড়া-শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাঁর লাশ নওয়াপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হরতাল চলাকালে নওয়াপাড়ার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। যশোর-খুলনা মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নওয়াপাড়ায় খণ্ড খণ্ড মিছিল করেন।

No comments

Powered by Blogger.