হুমায়ূনের মরদেহ আসছে সোমবার
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদেহ আগামী সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন বাংলাদেশ সময় আজ শনিবার সকালে সাংবাদিকদের এ কথা জানান।
এম এ মোমেন বলেন,
এম এ মোমেন বলেন,
এমিরেটসের একটি ফ্লাইটে সোমবার সকালে লেখকের মরদেহ ঢাকায় পৌঁছাবে। হুমায়ূনের মরদেহ ও স্বজনদের দেশে ফেরার বিমানের টিকিট সরকারের পক্ষ থেকে করা হয়েছে। একই বিমানে দেশে ফিরছেন হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিষাদ ও নিনিত, ভাই মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন হক, প্রকাশক ও বন্ধু মাজহারুল ইসলাম।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা একটা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিট) অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন সমসাময়িক বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। গতকাল শুক্রবার জ্যামাইকার মুসলিম সেন্টারে জুমার নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে কাল রোববার হুমায়ূন আহমেদের মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে জানানো হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা একটা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিট) অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন সমসাময়িক বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। গতকাল শুক্রবার জ্যামাইকার মুসলিম সেন্টারে জুমার নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে কাল রোববার হুমায়ূন আহমেদের মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে জানানো হয়েছিল।
No comments