অমর্ত্য সেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন
ভারতের বিহার রাজ্যে প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হিসেবে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম ঘোষণা করা হয়েছে। এ পদে তাঁকে নিয়োগ দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও সিঙ্গাপুরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়েও গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এত দিন বিশ্ববিদ্যালয়টির পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
অমর্ত্য সেন সাংবাদিকদের বলেন, বাস্তুসংস্থান ও পরিবেশবিদ্যা এবং ইতিহাস নামের দুটি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ২০১৪ সালে শুরু হবে। স্থাপত্য নকশা অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণকাজ ও শিক্ষক নিয়োগপ্রক্রিয়া একসঙ্গে শুরু হবে। স্নাতকোত্তর পর্যায়ে সাতটি অনুষদ চালু করা হবে। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে। নালন্দা নামে বিহারে একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়ছিল। এটি ইতিহাসের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ছিল। টাইমস অব ইন্ডিয়া।
অমর্ত্য সেন সাংবাদিকদের বলেন, বাস্তুসংস্থান ও পরিবেশবিদ্যা এবং ইতিহাস নামের দুটি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ২০১৪ সালে শুরু হবে। স্থাপত্য নকশা অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণকাজ ও শিক্ষক নিয়োগপ্রক্রিয়া একসঙ্গে শুরু হবে। স্নাতকোত্তর পর্যায়ে সাতটি অনুষদ চালু করা হবে। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে। নালন্দা নামে বিহারে একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়ছিল। এটি ইতিহাসের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ছিল। টাইমস অব ইন্ডিয়া।
No comments