আফগানিস্তানে বোমা হামলায় পাঁচ পুলিশ নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন জেলা পুলিশপ্রধানও রয়েছেন। একটি গাড়িতে চড়ে যাওয়ার সময় তাঁরা ওই বোমা হামলার শিকার হন। গতকাল শুক্রবার প্রাদেশিক কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল্লাহ হিম্মত বার্তা সংস্থা এএফপিকে বলেন, উরুজগান প্রদেশের সারাব জেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বোমা বিস্ফোরণের ঘটনায় জেলা পুলিশপ্রধান আহমাদুল্লাহ ও তাঁর চার দেহরক্ষী নিহত হয়েছেন।
প্রাদেশিক পুলিশের তদন্ত বিভাগের পরিচালক গুলাব খান বলেন, প্রথমে তালেবান জঙ্গিরা জেলার একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালায়। এর জবাব দিতে আহমাদুল্লাহ তাঁর দেহরক্ষীদের নিয়ে সেখানে যাওয়ার সময় তাঁদের গাড়ি ওই বোমা বিস্ফোরণের শিকার হয়। এতে তাঁদের সবাই নিহত হন। এ হামলার দায়দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি।
ন্যাটোর নেতৃত্বাধীন বহুজাতিক সেনা ও আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রায়ই তালেবান যোদ্ধারা এ ধরনের হামলা চালিয়ে থাকে। এএফপি।
প্রাদেশিক পুলিশের তদন্ত বিভাগের পরিচালক গুলাব খান বলেন, প্রথমে তালেবান জঙ্গিরা জেলার একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালায়। এর জবাব দিতে আহমাদুল্লাহ তাঁর দেহরক্ষীদের নিয়ে সেখানে যাওয়ার সময় তাঁদের গাড়ি ওই বোমা বিস্ফোরণের শিকার হয়। এতে তাঁদের সবাই নিহত হন। এ হামলার দায়দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি।
ন্যাটোর নেতৃত্বাধীন বহুজাতিক সেনা ও আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রায়ই তালেবান যোদ্ধারা এ ধরনের হামলা চালিয়ে থাকে। এএফপি।
No comments