ছেলেবেলায় তিনি
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিক যাকে বলে ফুটবল-পাগল, ছোটবেলায় ছেলেটি ছিল তা-ই। বাড়ির পাশের ছোট মাঠে সারা দিন ধরে চলত ফুটবল খেলা। স্কুল ছুটি হতো দুপুর ১২টায়। সোয়া ১২টায় সে হাজির হয়ে যেত ওই মাঠে। খেলা শুরুর পর ফুটবলে এতটাই বুঁদ হয়ে যেত যে আর কোনো কিছুই মনে থাকত না তার।
একবার মা তাকে টাকা দিয়ে বুঝিয়ে বলেছিলেন, স্কুল ছুটির পর বেকারি থেকে রুটি কিনে সরাসরি বাসায় ফিরতে। কিন্তু সে কথা মনেই ছিল না তার। মনে পড়ল অনেক দেরিতে, বাসায় ফেরার পর। সে বয়সেই বার্সেলোনার অন্ধ সমর্থক ছিল ছেলেটি। বার্সার সব তারকা ফুটবলারদের পোস্টার ছিল তার সংগ্রহে। লা মাসিয়ায় ভর্তি হওয়ার ইচ্ছাও ছিল তার। কিন্তু কখনোই ট্রায়ালে যায়নি এই ভয়ে—লা মাসিয়ায় খেলার মতো যোগ্যতা হয়তো তার নেই। কিন্তু বার্সেলোনাই যখন তাকে আবিষ্কার করে, ১১ বছর বয়সে সে ভর্তি হয়ে যায় ক্লাবটির যুব প্রকল্পে। ওপরের ছবিটি তারই। বলুন তো, কে?
No comments