সেলিমের নৌকায় আগুন
স্টাফ রিপোর্টার: ধারাবাহিক নাটক ‘কেরা@মতি’তে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক শহিদুজ্জামান সেলিম। নাটকের শুটিং করতে গিয়ে রাতের বেলা নৌকার ওপর একটি দৃশ্যে অভিনয়ের জন্য সবাই প্রস্তুত। দৃশ্যটিতে কেরোসিনের একটি স্টোভে ভাত রান্না করছিলেন তিনি। হঠাৎ স্টোভটি নৌকার দোলে কাত হয়ে পড়ে যায়। এতে নৌকার কাঠের পাটাতনে কেরোসিন গড়িয়ে পরে। সেই সঙ্গে আগুনও লেগে যায়। ক্ষণিকের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে নৌকায়। নৌকাটি পার থেকে একটু দূরে থাকায় সেলিম পানিতে ঝাঁপ দিতে পারছিলেন না। একপর্যায়ে পরিচালক নিজে পানিতে নেমে নৌকা পাড়ে ভিড়ান। পরে সবার প্রচেষ্টায় আগুন নেভানো হয়। জুয়েল মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করছেন মেহেদী হাসান টিংকু। নাটকে শহিদুজ্জামান সেলিম চোরের ভূমিকায় অভিনয় করছেন। এ নাটকে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ম আ ছালাম, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, আহমেদ রুবেল, রুনা খান, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু, চঞ্চল খান, ফারহানা মিলি, সবুজ, নাফিজা, হাফিজ, পিয়াল, তন্ময়, রফিক প্রমুখ।
No comments