কল্যাণের ১০
স্টাফ রিপোর্টার: এইতো ক’দিন আগে আলো, ছায়া, ঝড়ের মাঝে একটি মোবাইলের বিজ্ঞাপন প্রচার হয়েছে প্রায় সবক’টি টেলিভিশন চ্যানেলে। এটি ছিল সিম্ফোনি মোবাইলের বিজ্ঞাপন। আর এ বিজ্ঞাপনচিত্রই ছিল মডেল, অভিনেতা কল্যাণের শেষ বিজ্ঞাপনচিত্র। এরপর আর কোন বিজ্ঞাপনে কাজ করেননি তিনি। প্রতিনিয়ত একের পর এক নাটকেই শুধু অভিনয় করে চলছেন কল্যাণ কোরাইয়া। বর্তমানে তার অভিনীত ধারাবাহিক নাটক প্রচার চলছে ১০টি। এগুলো হলো- মাছরাঙ্গা টেলিভিশনে শহিদুজ্জামান সেলিম এবং আলভি আহমেদ পরিচালিত নাসরিন জাহানের উপন্যাস অবলম্বনে ‘সামান্তা’, এনটিভিতে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘আকাশের নীচে মানুষ’, বাংলাভিশনে অম্লান বিশ্বাসের পরিচালনায় ‘নো প্রবলেম’, বৈশাখী টেলিভিশনে ‘ফোর্থ ক্লাস সোসাইটি’, এটিএন বাংলায় আরিফ খানের পরিচালনায় ‘চাঁদ ফুল অমাবস্যা’, রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় ‘নো ম্যানস ল্যান্ড’সহ আরও কয়েকটি ধারাবাহিক। কল্যাণ বলেন, এরমধ্যে প্রায় একডজন একক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছি। তাই প্রস্তাব আসা সত্ত্বেও প্রতিনিয়ত একের পর এক ধারাবাহিকে অভিনয়ে সময় বের করতে পারছি না। তারপরও প্রচার চলতি ধারাবাহিকগুলোতে প্রতিমাসেই একটি নির্দিষ্ট তারিখ বরাদ্দ থাকে। সবমিলিয়ে বেশ ভাল আছি। এদিকে, কল্যাণ এরইমধ্যে আসছে ভালবাসা দিবসের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন। অরুণ চৌধুরীর পরিচালনায় নেপালে নাটকটির শুটিং করেছেন তিনি। এতে কল্যাণের সঙ্গে অভিনয়ে আছেন রাখি এবং টয়া। এসব নাটকের ব্যস্ততার মাঝে একটি চলচ্চিত্রের কাজও ইতিমধ্যেই শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। মাসুদ আখন্দের পরিচালনায় ছবির নাম ‘পিতা’।
No comments