৭ দিন স্টুডিওবন্দি
স্টাফ রিপোর্টার: গত কয়েক মাস ধরে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার সর্বশেষ আসরের বিজয়ী লিজার প্রথম একক অ্যালবামের কাজ গোছাচ্ছেন জনপ্রিয় গায়ক তৌসিফ। অ্যালবামের নাম ‘তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১’। এর মাধ্যমে প্রথমবারের মতো কোন শিল্পীর সম্পূর্ণ অ্যালবামের সুর-সংগীতায়োজন করছেন তিনি। অ্যালবাম প্রকাশের ডেডলাইন ভালবাসা দিবস। কিন্তু এর মধ্যে তৌসিফ শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। বিশেষ করে হার্টের সমস্যায়ই পুনরায় দেখা দিয়েছিল তার। সে কারণে লিজার অ্যালবামটির কাজ অর্ধেক করে বন্ধ রাখেন তিনি। কিন্তু সমপ্রতি অসুস্থতা কাটিয়ে ওঠে এই অ্যালবামের কাজ আবারও শুরু করেছেন তৌসিফ। ভালবাসা দিবসের আর বেশি দিন নেই, সব কিছু মিলিয়ে সাত দিনের মধ্যেই লিজার এই অ্যালবামের কাজ শেষ করতে হবে। কারণ তৌসিফ নিজেও অ্যালবামটি প্রকাশের জন্য ভালবাসা দিবসের উৎসবটি হাতছাড়া করতে চাচ্ছেন না। এ কারণেই জানুয়ারির শেষের সপ্তাহটি পুরোপুরি স্টুডিওবন্দি থাকছেন তিনি। প্রতিদিনই সকাল থেকে প্রায় ভোর রাত পর্যন্ত অ্যালবামের কাজ করছেন তৌসিফ। পাশাপাশি প্রতিদিনই লিজার ভয়েসও নিচ্ছেন দীর্ঘ সময় নিয়ে। লিজার এই অ্যালবামের জন্য ৯টি গানের সুর-সংগীতায়োজন করছেন তৌসিফ। এর মধ্যে মেলোডিয়াস, সফট রক, হিপহপসহ সব ধরনের গানই থাকছে। আর গানগুলো করছেন বেশ সময় নিয়ে। লিজার এই অ্যালবামটি ভালবাসা দিবসের অন্যতম অ্যালবাম হিসেবে যে কোন একটি প্রতিষ্ঠিত ব্যানারে আগামী কিছুদিনের মধ্যেই প্রকাশ পাচ্ছে। এ বিষয়ে তৌসিফ বলেন, আসলে লিজার অ্যালবামটি প্রকাশের জন্য সবচেয়ে ভাল অকেশন হলো ভালবাসা দিবস। বেশ কিছু গানই আগে তৈরি করে রেখেছিলাম। ট্র্যাকও তৈরি হয়ে গেছে। এখন একসঙ্গে ভয়েস রেকর্ডিং ও মিক্সিং-মাস্টারিংয়ের কাজ চলছে। যেহেতু সময় খুব বেশি নেই, তাই স্টুডিওবন্দি হওয়া ছাড়া কোন পথও নেই। আর আমি আসলে মানের ক্ষেত্রে আপস করতে চাই না। তাই প্রতিটি গানই সময় নিয়ে করছি। আশা করছি এই অ্যালবামটির মাধ্যমে লিজার নিজস্ব একটি ধারা তৈরি হবে শ্রোতাদের কাছে।
No comments