একদিনে দুইবার অলআউট জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক: একদিনেই দু’বার অলআউট। আর এমন ভঙ্গুর ব্যাটিংয়ের কারণে সবচেয়ে বড় হার মানতে হলো জিম্বাবুয়েকে। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জিম্বাবুয়ে হেরেছে ইনিংস ও ৩০১ রানে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের তৃতীয় দিন জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৫১ রানে। টেস্টে এটা তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। নেপিয়ারে ফলোঅনে পড়ে দ্বিতীয় দফায় সব উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৪৩ রান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেন কিউই পেসার ক্রিস মার্টিন। প্রথম ইনিংসেও দুই উইকেট পেয়েছিলেন ম্যাচসেরা এ তারকা। তার আগে নিউজিল্যান্ড ৭ উইকেটে ৪৯৫ রান সংগ্রহ নিয়ে ইনিংস ঘোষণা করেছিল। ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার আগে কিউই অধিনায়ক রস টেলর করেন সর্বোচ্চ ১২২ রান। উইকেটরক্ষক ওয়ালটিং করেন ১০২ রান। তবে এদিন হতাশা আরও বড় হতে পারতো জিম্বাবুয়ের। একশ’র নিচে আউট হয়ে যেতে পারতো তাদের দ্বিতীয় ইনিংসেও। ৩৭ রানে ৬ উইকেট হারালে দলের হাল ধরেন ৭ নম্বর ব্যাটসম্যান উইকেটরক্ষক চাকাবা। ১১৯ বল মোকাবিলা করে ৬ বাউন্ডারিতে রেজিস চাকাবার ৬৩ রান করেন। এদিন দুই ইনিংসে মাত্র ৪৩ ওভার খেলতে সক্ষম হয় জিম্বাবুয়ে। এ টেস্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের এনামুল হক মনি। টেস্ট ক্রিকেটে আম্পায়ারিংয়ের কৃতিত্ব বাংলাদেশের এটাই প্রথম।
সংক্ষিপ্ত স্কোর
টস: জিম্বাবুয়ে, ফিল্ডিং
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৪৯৫/৭ ডিক্লে. (টেলর ১২২, ওয়ালটিং ১০২*, ম্যাককুলাম ৮৩, কিমার ২/১১২)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৫১/১০ (ওয়েলার ২৩, মার্টিন ২/৫, সাউদি ২/৮, ব্রেসওয়েল ২/২২)
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১৪৩/১০ (চাকাবা ৬৩, ক্রিমার ২৬, মার্টিন ৬/২৬, ব্রেসওয়েল ৩/২৬)
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫১ রানে জয়ী
ম্যাচ সেরা: ক্রিস মার্টিন
সংক্ষিপ্ত স্কোর
টস: জিম্বাবুয়ে, ফিল্ডিং
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৪৯৫/৭ ডিক্লে. (টেলর ১২২, ওয়ালটিং ১০২*, ম্যাককুলাম ৮৩, কিমার ২/১১২)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৫১/১০ (ওয়েলার ২৩, মার্টিন ২/৫, সাউদি ২/৮, ব্রেসওয়েল ২/২২)
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১৪৩/১০ (চাকাবা ৬৩, ক্রিমার ২৬, মার্টিন ৬/২৬, ব্রেসওয়েল ৩/২৬)
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫১ রানে জয়ী
ম্যাচ সেরা: ক্রিস মার্টিন
No comments