আসছে ‘বালাম ৪’
স্টাফ রিপোর্টার: শেষ পর্যন্ত বালামের নতুন একক অ্যালবামটি বের হতে যাচ্ছে এবারের বিশ্ব ভালবাসা দিবসে। এ অ্যালবামটির নাম দেয়া হয়েছে ‘বালাম ৪’। বালাম জানিয়েছেন, রোমান্টিক, স্যাড মেলোডিয়াস ও সুন্দর কথার গানসমৃদ্ধ এ অ্যালবামটি ভালবাসা দিবসে ভক্তদের শুভেচ্ছা জানাতে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী বালাম নিজস্ব গানের স্বতন্ত্র আঙ্গিক তৈরির মাধ্যমে সুপরিচিতি পান। তার আগের অ্যালবামগুলোর মধ্যে ‘বালাম’ ও ‘বালাম-২’ পায় ব্যাপক সাফল্য। কিন্তু তৃতীয় অ্যালবাম দুর্ভাগ্যজনকভাবে অডিও বাজারে খুব একটা আলোড়ন তৈরি করতে পারেনি। তাই বালাম চতুর্থ অ্যালবাম বের করার জন্য এতটা সময় নিয়েছেন। দুই বছর আগে প্রকাশিত হয়েছিলো বালামের তৃতীয় একক অ্যালবাম। এরপর থেকে অডিও বাজারে তার দেখা নেই। মাঝে মধ্যে কিছু স্টেজ প্রোগ্রাম ও টিভি শোতে তাকে দেখা গেছে। কিন্তু অডিও বাজারে বালাম ছিলেন একেবারেই অনুপস্থিত। গত রোজার ঈদে বালামের ৪র্থ অ্যালবামটি বের করার কথা ছিল। কিন্তু তা আর হয়নি। পরে বালাম জানিয়েছিলেন, কোরবানি ঈদে অ্যালবামটি রিলিজ দেবেন। রহস্যময় কারণে তখনও তাকে অ্যালবামটি মুক্তি দিতে দেখা যায়নি। যদিও সে সময় বালাম বলেছেন অ্যালবামটির কাজ তিনি শেষ করে এনেছেন।
No comments