ভালবাসা দিবসে আসছে নতুন জুটি জেফ-শ্রেয়া
স্টাফ রিপোর্টার: বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে পর্দায় আসছে নতুন জুটি জেফ ও শ্রেয়া। এই জুটির প্রথম ছবির নাম ‘জীবনে তুমি মরণে তুমি’। ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। ছবির গল্পে দেখা যাবে, টাকার নেশায় জীবন জুয়ায় মেতে ওঠে এক যুবক। তার নাম জেফ। টাকা কামানোর জন্য সে বেছে নেয় জুয়া খেলা। জুয়া খেলতে খেলতে পরিচয় হয় অপরাধ জগতের গডফাদার ইরফান চৌধুরীর সঙ্গে। তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। গডফাদার ইরফান চৌধুরীর মেয়ের সঙ্গে এক সময় জেফ প্রেমে জড়িয়ে পড়ে। ইরফান চৌধুরীও জেনে যায় তাদের প্রেম সম্পর্কে। তারপরই গল্প এগিয়ে যায় অন্যদিকে। ‘জীবনে তুমি মরণে তুমি’ ছবিটিতে জেফ ও শ্রেয়া ছাড়াও আরও অভিনয়ে আছেন আমান, সিনথিয়া ও একটি বিশেষ চরিত্রে সোহেল রানা। ছবিটির কাহিনী লিখেছেন কমল সরকার। চিত্রগ্রহণ করেছেন এমএ কাইয়ুম, সংগীত পরিচালনা করেছেন জাভেদ আহমেদ কিসলু এবং মারপিট দৃশ্য পরিচালনা করেছেন সালাম ও মুসলিম। এ ওয়ান প্রোডাকশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আইরিন সুলতানা ও গিয়াস উদ্দিন। ‘জীবনে তুমি মরণে তুমি’ ছবিটি মুক্তি পাবে আগামী ১০ই ফেব্রুয়ারি। আসছে ভালবাসা দিবসে প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে বসে ছবি দেখবেন জেফ ও শ্রেয়া।
No comments