এই প্রথম...
স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে কাজ করলেন সময়ের দুই জনপ্রিয় টিভি মুখ মোশাররফ করিম এবং সারিকা। সাইফ চন্দনের রচনায় জিয়া উদ্দিন আলমের পরিচালনায় নাটকটির নাম ‘পাইরেসি’। নাটকে দেখা যাবে মোশাররফ করিম একজন চিত্রপরিচালক আর তার প্রেমিকা সারিকা হলেন নায়িকা হওয়ার স্বপ্নে বিভোর। নাটকে আরও আভিনয় করেছেন জনপ্রিয় মডেল মুকিত। এই নাটকে প্রথমবারের মতো চট্টগ্রামের ভাষায় অভিনয় করেছেন তিনি। আরও অভিনয় করেছেন রাসেল আহমেদ, হাবিবুর রহমান হাবিব, মাহিন, পলিসহ আরও অনেকে। প্রথমবারের মতো মোশাররফ করিমের বিপরীতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, সহশিল্পী হিসেবে মোশাররফ ভাই এক কথায় অসাধারণ। যেটা একসঙ্গে কাজ না করলে বুঝতে পারতাম না। আর নাটকের গল্পটাও ছিল অন্য যে কোন নাটকের চেয়ে একেবারে ভিন্ন ধারার। সব মিলিয়ে নাটকটি করে ভালই লাগলো। সমপ্রতি এর শুটিং হয়েছে কাকরাইলে রাজমনি ঈশাখাঁ হলের সামনে, সেগুন বাগিচা বস্তি, ইন্টারএকটিভ ও ধানমন্ডি ৮ নম্বরে। ‘পাইরেসি’র গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এ নাটকের মধ্য দিয়ে ওঠে এসেছে চলচ্চিত্রাঙ্গনের পাইরেসি হওয়ার নানা অপ্রকাশিত ঘটনা। নাটকটি আরটিভিতে প্রচারের কথা রয়েছে।
No comments