দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সোনিয়া
যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার শেষে ভারতে ফেরার পর এই প্রথম জনসমক্ষে ভাষণ দিলেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। নয়াদিলি্লতে ভারতীয় যুব কংগ্রেসের এক জনসভায় দেওয়া বক্তৃতায় দুর্নীতি দূর করার আশ্বাস দেন তিনি। ওই সমাবেশের উদ্যোক্তা সোনিয়াতনয় কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। খবর এনডিটিভির।সমাবেশে সোনিয়া বলেন, আমরা জানি সমাজে দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, তবে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার দুর্নীতি
দূরীকরণে প্রতিজ্ঞাবদ্ধ। দুর্নীতি প্রতিরোধে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে লোকপাল বিলটি উত্থাপন করা হবে বলেও জানান তিনি। এ ছাড়া সংসদের আগামী অধিবেশনে ইউপিএ সরকার কর্তৃক প্রস্তাবিত বিলগুলো পাসে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সর্বাত্মক সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশটির তরুণ ও যুব সম্প্রদায়কে রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে সোনিয়া বলেন, দুর্নীতি দূর করে দেশের মানুষকে একটি সুখী-সুন্দর জীবন দেওয়ার ক্ষমতা আপনাদের হাতেই রয়েছে। এ জন্য প্রয়োজন আত্মত্যাগ। এ সময় তরুণ সমাজকে দেশের জন্য ত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কংগ্রেস একটি ঐতিহ্যবাহী দল, আমাদের ত্যাগ ও তিতিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। আমরা ক্ষমতা মূল লক্ষ্য মনে করি না। আমাদের মূল লক্ষ্য_ একটি উত্তম রাষ্ট্র্র ও উত্তম নাগরিক সুবিধা। উল্লেখ্য, গত নভেম্বরে অস্ত্রোপচারের কারণে আমেরিকায় যান সোনিয়া গান্ধী। এরপর দেশে ফিরলেও তাকে তেমন আর জনসমক্ষে দেখা যায়নি। এর আগে উত্তর প্রদেশের এক জনসভায় ভাষণ দেওয়ার কথা থাকলেও ভাইরাস জ্বরের কারণে এ জনসভায় অংশগ্রহণ বাতিল করেন তিনি। কয়েকবার জনসমক্ষে এলেও কোনো রাজনৈতিক সমাবেশে এটাই তার প্রথম ভাষণ। এরই মাধ্যমে সোনিয়া রাজনীতি আবারও সশরীরে সক্রিয় হলেন বলে ধারণা করা হচ্ছে।
No comments