চ্যালেঞ্জ হচ্ছে আদালতে
ঐতিহ্যবাহী ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে শিগগিরই হাইকোর্টে রিট হচ্ছে। রিটের প্রস্তুতি নিতে ইতিমধ্যে কয়েক দফা শলা-পরামর্শ করেছেন রাজনৈতিক নেতা, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।মন্ত্রিসভায় ঢাকা সিটি করপোরেশন বিভক্ত করার আইনের খসড়া অনুমোদনের পরপরই বিরোধিতা করে আসছেন প্রধান বিরোধী দল বিএনপিসহ স্থানীয় সরকার বিশেষজ্ঞ, নগরবিদ, সুশীল সমাজের
প্রতিনিধিরা। পৃথিবীর বড় শহরগুলো একটি কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হওয়ার উদাহরণ টেনে সরকারকে
ডিসিসিকে বিভক্ত করার সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিয়েছিলেন তারা। ডিসিসিকে ভাগের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান ও সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
এদিকে ডিসিসির সদ্য বিদায়ী মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাও রোববার রাতে সংবিধান প্রণেতা ও বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেনের সঙ্গে আইনের আশ্রয় নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, ড. শাহদীন মালিকসহ অন্যান্য আইনজীবীর সঙ্গে কথা বলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ঢাকা সিটি করপোরেশনকে দু'ভাগে বিভক্ত করার কার্যক্রম বন্ধ করায় সরকারকে রোববার লিগ্যাল
নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া। ৭২ ঘণ্টার সময় দিয়ে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এ সময়ের মধ্যে ঢাকাকে বিভক্ত করার কার্যক্রম বন্ধ না রাখলে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে।
No comments