সেলফি তুলতে গিয়ে মৃত্যু
সেলফি
জ্বরে আক্রান্ত সারা বিশ্ব। মানুষের সেলফিপ্রীতি এখন রীতিমতো উন্মাদনার
পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এমনকি ঘটছে প্রাণহানির ঘটনাও। সম্প্রতি রাশিয়ায় ২১
বছরের এক যুবতী মস্কো ব্রিজের ওপর থেকে সেলফি তুলতে গিয়ে পড়ে মারা গেছেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে আরটি অনলাইন জানিয়েছে, মেয়েটি রাশিয়ান স্টেট
ইউনিভার্সিটি অব ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস স্টাডিজ থেকে স্নাতক ডিগ্রি
অর্জন করেছেন। রাশিয়ার অন্যতম প্রসিদ্ধ মস্কো ইন্টারন্যাশনাল বিজনেস
সেন্টারের পাশে সেলফি
তুলতে গিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর থেকে পড়ে যান। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। অন্যান্য সূত্র বলছে, ব্রিজের যে স্থানটিতে হেলান দিয়ে ওই ছাত্রী সেলফি তুলতে গিয়েছিলেন তা ভাঙা ছিল। এ কারণেই তিনি পড়ে যান। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। সম্প্রতি এমন একাধিক ঘটনা গণমাধ্যমের শিরোনাম হয়েছে। মে মাসে সিঙ্গাপুরের মোহাম্মদ আসলাম শাহুল (২১) ইন্দোনেশিয়ার বালি’তে এক পর্বতের চূড়ায় সেলফি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান তিনি। বন্ধুদের সঙ্গে অবকাশ যাপন করতে গিয়েছিলেন আসলাম। এর আগে রোমানিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর ইয়াসিতে ট্রেনের ওপর থেকে সেলফি তুলতে গিয়ে মারা যান এক তরুণী। অ্যানা উরসু (১৮) নামের ওই তরুণী ট্রেনের ওপর এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েছিলেন। এ সময় খোলা বিদ্যুতের তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। তার বন্ধু ট্রেনের ওপর থেকে ছিটকে পড়ে যান। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি। মে মাসে মস্কোয় ২১ বছরের আরেক যুবতী মাথায় পিস্তল ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে গুরুতর আহত হন। জরুরি অবস্থায় তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়।
তুলতে গিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর থেকে পড়ে যান। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। অন্যান্য সূত্র বলছে, ব্রিজের যে স্থানটিতে হেলান দিয়ে ওই ছাত্রী সেলফি তুলতে গিয়েছিলেন তা ভাঙা ছিল। এ কারণেই তিনি পড়ে যান। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। সম্প্রতি এমন একাধিক ঘটনা গণমাধ্যমের শিরোনাম হয়েছে। মে মাসে সিঙ্গাপুরের মোহাম্মদ আসলাম শাহুল (২১) ইন্দোনেশিয়ার বালি’তে এক পর্বতের চূড়ায় সেলফি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান তিনি। বন্ধুদের সঙ্গে অবকাশ যাপন করতে গিয়েছিলেন আসলাম। এর আগে রোমানিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর ইয়াসিতে ট্রেনের ওপর থেকে সেলফি তুলতে গিয়ে মারা যান এক তরুণী। অ্যানা উরসু (১৮) নামের ওই তরুণী ট্রেনের ওপর এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েছিলেন। এ সময় খোলা বিদ্যুতের তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। তার বন্ধু ট্রেনের ওপর থেকে ছিটকে পড়ে যান। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি। মে মাসে মস্কোয় ২১ বছরের আরেক যুবতী মাথায় পিস্তল ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে গুরুতর আহত হন। জরুরি অবস্থায় তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়।
No comments