জোড়া শতকে জয় দেখছে পাকিস্তান
গলে সিরিজের প্রথম টেস্টে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টেও প্রত্যাবর্তনের আরেকটি গল্প লিখে পাশার দান উল্টে দিয়েছে পাকিস্তান। কাল শান মাসুদ ও ইউনুস খানের জোড়া সেঞ্চুরিতে স্বাগতিক শ্রীলংকার মুঠো থেকে বেরিয়ে গেছে ম্যাচের লাগাম। প্রথম তিন দিন ব্যাকফুটে থাকা পাকিস্তান চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে। ৩৭৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ দুই উইকেটে ২৩০। শান মাসুদ ১১৪ ও ইউনুস খান ১০১ রানে অপরাজিত আছেন। পাল্লেকেলে টেস্টে জিততে হলে টেস্টে চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে। শ্রীলংকার মাটিতে চতুর্থ ইনিংসে ৩০০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো অতিথি দলের।
সেই কীর্তি গড়তে আজ শেষ দিনে আরও ১৪৭ রান করতে হবে পাকিস্তানকে, হাতে আছে আট উইকেট। ৩৭৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩ রানেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। মহাকাব্যিক এক জুটিতে সেখান থেকে দলকে টেনে তোলেন মাসুদ ও ইউনুস। তৃতীয় উইকেটে তাদের ২১৭ রানের অবিচ্ছিন্ন যুগলবন্দি বদলে দিয়েছে ম্যাচের রং। মাসুদ পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আর ইউনুস তুলে নেন তার ৩০তম টেস্ট সেঞ্চুরি। এর আগে পাঁচ উইকেটে ২২৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা শ্রীলংকার দ্বিতীয় ইনিংস থামে ৩১৩ রানে। সর্বোচ্চ ১২২ রান করেন আঞ্জেলো ম্যাথিউস। অধিনায়কের সেঞ্চুরির পাশাপাশি ফিফটি তুলে নেন দিনেশ চান্দিমাল (৬৭)। পাকিস্তানের পক্ষে মাত্র ৫৮ রানে পাঁচ উইকেট নেন তরুণ পেসার ইমরান খান। এএফপি।
স্কোর কার্ড
শ্রীলংকা প্রথম ইনিংস ২৭৮
পাকিস্তান প্রথম ইনিংস ২১৫
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস ৩১৩ (থারাঙ্গা ৪৮, অ্যাঞ্জেলো ম্যাথিউস ১২২, জেহান মুবারক ৩৫, চান্দিমাল ৬৭। ইমরান খান ৫/৫৮)
পাকিস্তান দ্বিতীয় ইনিংস
রান বল ৪ ৬
শান মাসুদ নটআউট ১১৪ ১৯৮ ১১ ১
শোহজাদ ব লাকমাল ০ ৩ ০ ০
আজহার ক চান্দিমাল ব প্রসাদ ৫ ১৪ ০ ০
ইউনুস খান নটআউট ১০১ ১৬৬ ৯ ০
অতিরিক্ত ১০
মোট (২ উইকেটে, ৬৩ ওভারে) ২৩০
উইকেট পতন : ১/০, ২/১৩।
বোলিং : প্রসাদ ১৩-২-৪২-১, লাকমাল ১২-২-৩৪-১, প্রদীপ ১০-২-৩২-০, ম্যাথিউস ৬-১-১৫-০, কৌশাল ২০-১-৯২-০, মুবারক ২-০-৯-০।
স্কোর কার্ড
শ্রীলংকা প্রথম ইনিংস ২৭৮
পাকিস্তান প্রথম ইনিংস ২১৫
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস ৩১৩ (থারাঙ্গা ৪৮, অ্যাঞ্জেলো ম্যাথিউস ১২২, জেহান মুবারক ৩৫, চান্দিমাল ৬৭। ইমরান খান ৫/৫৮)
পাকিস্তান দ্বিতীয় ইনিংস
রান বল ৪ ৬
শান মাসুদ নটআউট ১১৪ ১৯৮ ১১ ১
শোহজাদ ব লাকমাল ০ ৩ ০ ০
আজহার ক চান্দিমাল ব প্রসাদ ৫ ১৪ ০ ০
ইউনুস খান নটআউট ১০১ ১৬৬ ৯ ০
অতিরিক্ত ১০
মোট (২ উইকেটে, ৬৩ ওভারে) ২৩০
উইকেট পতন : ১/০, ২/১৩।
বোলিং : প্রসাদ ১৩-২-৪২-১, লাকমাল ১২-২-৩৪-১, প্রদীপ ১০-২-৩২-০, ম্যাথিউস ৬-১-১৫-০, কৌশাল ২০-১-৯২-০, মুবারক ২-০-৯-০।
No comments