থাইল্যান্ডে স্বৈরশাসনে পাল্টে গেছে গান গাওয়ার ধরন!
স্বৈরচারী শাসন পাল্টে দিয়েছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ‘মো লাম’ গাওয়ার ধরন। ষাট-সত্তর দশকে থাইল্যান্ডের গণতন্ত্র প্রতিষ্ঠায় ইশান অঞ্চলের এ গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া থাকসিন সিনাওয়াত্রা আর তার সমর্থক ‘রেড সার্ট’-এর গণতান্ত্রিক অগ্রযাত্রা ত্বরান্বিত করে এ শিল্প। বর্তমান জান্তা সরকারের আমলে ওই গান গাওয়াকে প্রশাসনবিরোধী মনে করা হয়। তাই এ গান গাওয়ার প্রবণতা ধীরে ধীরে কমে গেছে। হারিয়ে যাচ্ছে গাওয়ার ধরন।
সোমবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এক সময় ছেলে-বুড়ো সবার মুখে মুখে ধ্বনিত হতো ‘মো লাম’ সঙ্গীত। বলছিলেন বংশীবাদক সারুট শ্রীহকট। তিনি বলেন, ‘আমাদের তরুণরা পশ্চিমা সঙ্গীতের দিকে ঝুঁকে পড়েছে। এ ঐতিহ্যবাহী গান আধুনিক যন্ত্র গিটার আর ড্রামের সঙ্গে গাওয়া হয়। ফলে এর মর্মবাণী আগের মতো মানুষকে আকর্ষণ করে না।’
No comments