স্টেডিয়ামে ড্রোন, ক্ষমা চাইলেন প্রোটিয়ারা
খেলার
মাঠে ড্রোন ব্যবহারে জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন হওয়ায় বাংলাদেশ
সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট টিম। খেলোয়াড়দের
খুঁটিনাটি পর্যালোচনা করতেই প্র্যাকটিসে ড্রোন বা চালকবিহীন ক্ষুদ্র বিমান
উড়িয়েছিলেন তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ড্রোন ব্যবহার
বন্ধের অনুরোধ করায় তা নির্দ্বিধায় মেনে নিয়েছে প্রোটিয়ারা। বার্তাসংস্থা
এএফপিকে পাঠানো এক ইমেইলে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি
জানিয়েছেন, বাংলাদেশের আকাশসীমার কঠোর নিরাপত্তাবিষয়ক নিয়ম সম্পর্কে আমরা
অবগত ছিলাম না। জানার সঙ্গে-সঙ্গে আমরা যন্ত্রটার ব্যবহার বন্ধ করে দিয়েছি।
এ কারণে কোনো ধরনের সমস্যা হলে তার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী ও
অন্যান্য নিরাপত্তাবিষয়ক সংস্থার কাছে ক্ষমা চাইছি। সফরকারী প্রোটিয়া দল
অনুশীলনে ব্যবহার করে এই ড্রোন ক্যামেরা। ফুটবলের পর মাঠে ফিল্ডিং অনুশীলনও
করেছে দক্ষিণ আফ্রিকা দল। আর এই ড্রোন ক্যামেরা ধারণ করেছে পুরো অনুশীলনের
ভিডিও চিত্র। গা গরমের ফুটবল, ফিল্ডিং অনুশীলনের পর দক্ষিণ আফ্রিকা দল চলে
যায় বিসিবি একাডেমি মাঠে। সেখানে লম্বা সময় নেটে ব্যাটিং, বোলিং অনুশীলন
করেছেন ডি ভিলিয়ার্স, মিলার ও ডুমিনিরা। সাত বছর পর পূর্ণাঙ্গ সফরে
বাংলাদেশ এসেছে দক্ষিণ আফ্রিকা দল। সর্বশেষ ২০০৮ সালে ঢাকায় এসেছিল
প্রোটিয়ারা। গ্রায়েম স্মিথের নেতৃত্বে সেই সফরে সব সিরিজই জিতেছিল দলটি।
এবার টাইগারদের বিরুদ্ধে দুটি টি-২০, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ
খেলবে দক্ষিণ আফ্রিকা।
No comments