এবার আইএস জঙ্গিদের শিরশ্ছেদ করল সিরিয়ার বিদ্রোহীরা
কালো রঙের পোশাক পরে কমলা পোশাকধারী বন্দিদের হত্যা করছে আইএস (ইসলামিক স্টেট) সদস্যরা- এ দৃশ্যের সঙ্গে বিশ্ববাসী বেশ পরিচিত। কিন্তু এবার কমলা রঙের পোশাক পরে কালো রঙের পোশাক পরিহিত আইএস শিরশ্ছেদ করল সিরিয়ার বিদ্রোহীরা। দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, ‘জিহাদের জন্য সবচেয়ে বড় দুর্যোগ’ ও ‘মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টিকারী’ আখ্যা দিয়ে ১৩ আইএস যোদ্ধাকে হত্যা করেছে সিরীয় বিদ্রোহী সংগঠন জায়শ আল-ইসলাম। সম্প্রতি সংগঠনটি এ হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে। ১৯ মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে,
আইএস সদস্যদের হাঁটু গেড়ে বসিয়ে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ‘আর্মি অব ইসলাম’ নামে নিজেদের পরিচয় দেয়া জায়শ আল-ইসলামের এক কমান্ডার আইএস যোদ্ধাদের হত্যার আগে বলেন, ‘আল্লাহ প্রতিষেধক না দিয়ে কোনো রোগ পাঠান না।’ আইএসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারা বর্তমান জিহাদের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্যোগ। তারা মুসলিমদের মধ্যে বিভেদ বৃদ্ধি করতে চায়।’ তিনি আরও বলেন, ‘দলটি খেলাফতের দাবি করে ও অন্য মুসলিমদের ধর্মত্যাগী হিসেবে ঘোষণা দিয়ে তাদের রক্তপাত এবং সম্পদ ও সম্মান লুট করে।’ আইএসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা ধর্ম ও মুসলিমদের জীবনযাপনকে কলুষিত করছে। যারা আমাদের ভঙ্গুর জাতির জন্য জিহাদ করছেন, সেই নেতাদের তারা হত্যা করছে।
No comments