৩২০০ কোটি ডলারের সম্পত্তি দানের ঘোষণা সৌদি যুবরাজের
নিজের
৩২০০ কোটি ডলারের (আড়াই লাখ কোটি টাকারও বেশি) সম্পত্তির পুরোটাই দাতব্য
কাজে দান করে দেয়ার ঘোষণা দিলেন সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল।
গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন
তালাল। তিনি এ-ও জানান, এ অর্থ ব্যায়ের অগ্রাধিকারের তালিকায় থাকবে নারী
ক্ষমতায়নও। এ খবর দিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল। প্রিন্স আল-ওয়ালিদ জানান,
তার পুরো অর্থই মানবিক প্রকল্পে ব্যয় হবে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নারী ও
যুব ক্ষমতায়ন, দুর্যোগ ত্রাণ ও রোগ নির্মুল। দাতব্য কাজের দিক থেকে বিল
অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে আদর্শ মনে করেন তিনি। সৌদি বাদশাহ
সালমানের অন্যতম ভাতিজা প্রিন্স তালাত নিজের এ সম্পত্তি অর্জন করেছেন মূলত
নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান কিংডম হোল্ডিং-এর মাধ্যমে। প্রতিষ্ঠানটির ৯৫
শতাংশ শেয়ারই তার। সিটিগ্রুপ, অ্যাপল, টুইটার, টাইম ওয়ার্নারের মতো
বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে বিশাল শেয়ার রয়েছে তার। বিশ্বের অন্যতম প্রভাবশালী
কো¤পানি নিউজ কর্পোরেশনেও তার কিছু শেয়ার রয়েছে। প্রসঙ্গত, ডো জোনস
অ্যান্ড কো. সহ বহু প্রতিষ্ঠানের মালিক নিউজ কর্পোরেশন। ডো জোনস অ্যান্ড
কো. আবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশক।
লিঙ্গ অসমতা নিয়ে সৌদি আরব ব্যপক সমালোচিত। দেশটির নারীরা গাড়ি চালনা সহ বেশ কিছু নিষেধাজ্ঞার শিকার হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এ দেশটিরই রাজপরিবারের প্রভাবশালী সদস্য প্রিন্স আল-ওয়ালিদ নারী অধিকার নিয়ে মুখর হয়ে উঠছেন। সৌদি আরবে বহু দাতব্য সংস্থাই চলে রাজপরিবারের সদস্যদের অর্থায়নে। তবে এবারই প্রথম কোনো সদস্য নিজের সমুদয় স¤পত্তি দাতব্য কাজে ব্যায়ের ঘোষণা দিলেন। এর আগে ২০১১ সালে, সৌদি ব্যাঙ্কিং বিলিয়নিয়ার সুলাইমান আল-রাঝি নিজের স¤পত্তির বিশাল অংশ দান করার ঘোষণা দিয়েছিলেন।
লিঙ্গ অসমতা নিয়ে সৌদি আরব ব্যপক সমালোচিত। দেশটির নারীরা গাড়ি চালনা সহ বেশ কিছু নিষেধাজ্ঞার শিকার হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এ দেশটিরই রাজপরিবারের প্রভাবশালী সদস্য প্রিন্স আল-ওয়ালিদ নারী অধিকার নিয়ে মুখর হয়ে উঠছেন। সৌদি আরবে বহু দাতব্য সংস্থাই চলে রাজপরিবারের সদস্যদের অর্থায়নে। তবে এবারই প্রথম কোনো সদস্য নিজের সমুদয় স¤পত্তি দাতব্য কাজে ব্যায়ের ঘোষণা দিলেন। এর আগে ২০১১ সালে, সৌদি ব্যাঙ্কিং বিলিয়নিয়ার সুলাইমান আল-রাঝি নিজের স¤পত্তির বিশাল অংশ দান করার ঘোষণা দিয়েছিলেন।
No comments