এক আকাশে তিন চাঁদ
পূর্ণ
চাঁদের দিকে তাকিয়ে আবেগায়িত হন সবাই। কত কবি লিখেছেন কত কবিতা। কত
গীতিকার লিখেছেন গীতিকবিতা। আর রূপকথা- এর তো শেষ নেই। কিন্তু যদি এক
আকাশেই দেখা দেয় একই সঙ্গে তিনটি চাঁদ! বিজ্ঞানীরা এমনটাই বলছেন যে,
যুক্তরাষ্ট্রের ক্যাসিনি মহাকাশ যান এমনই তিনটি চাঁদকে এক সঙ্গে দেখতে
পেয়েছে। শনি গ্রহের রয়েছে ৫৩টি চাঁদ বা উপগ্রহ। তার তিনটিকে এক সঙ্গে দেখতে
পেয়েছে ক্যাসিনি। যে তিনটি চাঁদকে দেখা গেছে তারা হলো- টাইটান, মাইমাস ও
রিয়া। এ তিনটিই শনির সবচেয়ে বড় উপগ্রহ। এ খবর দিয়েছে অনলাইন সিবিএস। এতে
আরও বলা হয়েছে, প্রথমদিকে শনিতে এগুলো আবিষ্কৃত হয়েছিল। ক্যাসিনি যে
ছবিগুলো তুলেছে তাতে শনির সবচেয়ে বড় চাঁদ টাইটানকে দেখা যায় একটু ঘোলাটে।
এর কারণ, মেঘের জন্য তার ওপর কিছুটা আবছায়া সৃষ্টি হয়েছে। সৌরজগতে একমাত্র
প্রাকৃতিক উপগ্রহ এটি, যেখানে ঘন বায়ুমণ্ডল ও তরল পদার্থের অস্তিত্ব থাকতে
পারে। এ উপগ্রহটি দেখতে অনেকটা উপবৃত্তীয় গোলাকার। শনি গ্রহের সঙ্গে এর
অনেক সাদৃশ্য রয়েছে। তাই একে অনেকেই গ্রহ সদৃশ উপগ্রহ বলে থাকেন। টাইটানের
বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন দিয়ে গঠিত। ছোট ছোট যৌগিক কণা মিলে এতে মিথেন
এবং ইথেন এর মেঘ ও নাইট্রোজেন সমৃদ্ধ কুয়াশা তৈরি করেছে। এর জলবায়ু সেখানে
অনেকটা পৃথিবীর মতো পরিবেশ সৃষ্টি করেছে। টাইটানে বায়ুপ্রবাহ এবং বৃষ্টি
দুইই রয়েছে বলে মনে করেন বিজ্ঞানীরা। অনেক গবেষক বলছেন, টাইটানের পৃষ্ঠতলের
নিচে তরল পদার্থের সমুদ্র থাকতে পারে এবং সেটা জীবন ধারণের জন্য উপযোগীও
হতে পারে। আমাদের সৌরজগতে এই উপগ্রহটি ঘিরেই বিজ্ঞানীদের বেশি আগ্রহ রয়েছে।
টাইটানের পাশের বামদিকের চাঁদটির নাম রিয়া। এটির আকার টাইটানের তিন ভাগের
এক ভাগ। বরফাবৃত গুহার কারণে এই চাঁদটিকে বেশি উঁচুনিচু দেখায়। মহাকাশযান
ক্যাসিনির তোলা ছবিতে দৃশ্যমান ছোট অর্ধচন্দ্রাকৃতির বস্তুটির নাম মিমাস।
এটি টাইটানের চেয়ে ১৩ গুণ ছোট। নাসার মহাকাশযানটি এই ছবি ১৯ লাখ কিলোমিটার
দূর থেকে তুলেছে। খালি চোখে কোন মানুষ শনিতে দাঁড়িয়ে যে দৃশ্য দেখবে
সেভাবেই ছবিটি ধরার চেষ্টা করেছে ক্যাসিনি।
No comments