ফের বিচ্ছেদ রুপার্ট মারডকের
নিউ ইয়র্কভিত্তিক বহুজাতিক সংবাদ সংস্থা
নিউজ করপোরেশনের প্রতিষ্ঠাতা মিডিয়া মোগল রুপার্ট মারডক ফের ঘর ভেঙেছেন।
তাঁর মুখপাত্র জানিয়েছেন, মারডক ও ওয়েনডি দেংয়ের মধ্যে গত ছয় মাস ধরে
সম্পর্ক নেই।
মারডক গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে বিবাহবিচ্ছেদের কাগজপত্র দাখিল করেছেন। এ নিয়ে তৃতীয়বার বিবাহবিচ্ছেদ ঘটালেন মারডক।
মারডক (৮২) তাঁর দ্বিতীয় বিয়ে ভাঙার কয়েক সপ্তাহের মধ্যে ১৯৯৯ সালে তাঁর চেয়ে প্রায় ৩৮ বছরের ছোট দেংকে (৪৪) বিয়ে করেন। ১৯৯৭ সালে এক পার্টিতে চীনা বংশোদ্ভূত দেংয়ের সঙ্গে পরিচয় হয় মারডকের। গ্রেস ও ক্লোই নামে তাঁদের দুই মেয়ে আছে।
কিছু দিনের মধ্যেই নিউজ করপোরেশনকে দুটি পৃথক সংস্থায় ভাগ করবেন মারডক। একটি বিনোদন সংস্থা ও অন্যটি প্রকাশনা ব্যবসা। ঠিক এমন সময় বিবাহবিচ্ছেদের ঘটনায় মিডিয়া জগতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০১১ সালে ফোনে আড়ি পাতার দায়ে মারডক যখন যুক্তরাজ্য সরকারের তোপের মুখে পড়েন, তখন স্ত্রী দেং তাঁকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। সূত্র : বিবিসি, রয়টারস।
মারডক (৮২) তাঁর দ্বিতীয় বিয়ে ভাঙার কয়েক সপ্তাহের মধ্যে ১৯৯৯ সালে তাঁর চেয়ে প্রায় ৩৮ বছরের ছোট দেংকে (৪৪) বিয়ে করেন। ১৯৯৭ সালে এক পার্টিতে চীনা বংশোদ্ভূত দেংয়ের সঙ্গে পরিচয় হয় মারডকের। গ্রেস ও ক্লোই নামে তাঁদের দুই মেয়ে আছে।
কিছু দিনের মধ্যেই নিউজ করপোরেশনকে দুটি পৃথক সংস্থায় ভাগ করবেন মারডক। একটি বিনোদন সংস্থা ও অন্যটি প্রকাশনা ব্যবসা। ঠিক এমন সময় বিবাহবিচ্ছেদের ঘটনায় মিডিয়া জগতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০১১ সালে ফোনে আড়ি পাতার দায়ে মারডক যখন যুক্তরাজ্য সরকারের তোপের মুখে পড়েন, তখন স্ত্রী দেং তাঁকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। সূত্র : বিবিসি, রয়টারস।
No comments